December 26, 2024

ছয় বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত আয়ুষ দাসের অপারেশনের জন্য প্রয়োজন সত্তর হাজার,সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এসে পুত্রের জীবন বাঁচানোর জন্য দিন মজুর বাবা সুশান্তের আকুল আবেদন–

1 min read

ছয় বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত আয়ুষ দাসের অপারেশনের জন্য প্রয়োজন সত্তর হাজার,সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এসে পুত্রের জীবন বাঁচানোর জন্য দিন মজুর বাবা সুশান্তের আকুল আবেদন–

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–না, করোনা নয়। বেশ কিছুদিন থেকেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের দিন মজুর সুশান্ত দাসের ছয় বছরের ছেলে আয়ুষ দাস বেশ কিছুদিন থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে চরম সঙ্কটে।চিকিৎসকরা বলেই দিয়েছেন অবিলম্বে আয়ুযের যদি অপারেশন করানো না যায় তাহলে যেকোন সময় হার্ট ব্লক হয়ে যেতে পারে।

দিন মজুর বাবা সুশান্ত দিশেহারা।তার থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলের অপারেশনের জন্য কোথা থেকে সত্তর হাজার টাকা এই মুহূর্তে জোগাড় করবে এই চিন্তায়। সুশান্ত বাবু বলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পালের কাছে তিনি গিয়েছিলেন। তিনি অযূষের জন্য নানাভাবে তাকে সাহায্য করেছেন।কলকাতার পিজি হাসপাতালে তার জন্যই আমার ছেলেকে ভর্তি করার সুযোগ পেয়ে ছিলাম।ওখানে চিকিৎসা চলে থ্যালাসেমিয়ার ওখানে ইনজেশন দুটো দেবার পর দরকার আরো একটা ইনজেকশন।কিন্তু সেই ইনজেকশনও পাওয়া যাচ্ছেনা। সুশান্ত দাস বলেন রায়গঞ্জ হাসপাতালে থ্যালাসেমিয়ার আলাদা ওয়ার্ড তৈরি হয়েছে।সেখানে রক্ত নিতে গেলে সেখানকার চিকিৎসক তাকে বলেছেন ছেলের অপারেশন খুব তাড়াতাড়ি না করলে যে কোন সময় হার্ট ব্লক হয়ে যেতে পারে।এই কথা শোনার পর থেকে সে পাগলের মত হয়ে যেখানে সেখানে টাকার জোগাড় করার জন্য ঘুরে বেড়ালেও কাজের কাজ কিছুই করতে পারছে না।চিকিৎসক তাকে বলেছেন অপারেশনের জন্য দরকার হবে সত্তর হাজার টাকা।তাই মঙ্গলবার সুশান্ত বাবুর আকুল আবেদন বর্তমানের কথা পোর্টাল সংবাদের মাধ্যমে তার ছেলের জীবন রক্ষায় আপনারা এগিয়ে এসে পুত্র আয়ুশের প্রাণ বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।অযূষের জীবন রক্ষা করুন।আপনাদের মিলিত চেষ্টায় আমার আয়ুষ ফিরে পেতে পারে তার অমূল্য জীবন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *