লকডাউনের জেরে কুশমন্ডি ইয়ংমেন এসোসিয়েশনের খুদে ফুটবলারদের অনুশীলন বন্ধে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত
1 min readলকডাউনের জেরে কুশমন্ডি ইয়ংমেন এসোসিয়েশনের খুদে ফুটবলারদের অনুশীলন বন্ধে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-– দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিভিন্ন গ্রামে থেকে দরিদ্র ঘরের প্রতিভাবান শিশু দের তুলে এনে বেশ ভালো ভাবেই ফুটবলের অনুশীলন শুরু করেছিল কুশমন্ডি ইয়ংমেন অ্যাসোসিয়েশন।দীর্ঘ দিন ধরেই চলছিল সবকিছু ঠিকঠাক ভাবেই।কিন্তু হঠাৎ করে লকডাউনের জেরে সাজানো বাগান যেন সব কিছু স্বপ্নকে জেরবার করে দেয়।কুশমন্ডির এই খুদে ফুটবলারদের প্রশিক্ষণ শিবিরে বর্তমানে ৪০ জন নিয়মিত প্রশিক্ষণ নিয়ে থাকতো।প্রশিক্ষণ বন্ধ হলেও কিন্তূ তাদের নিয়মিতবিশেষ খাবার সঠিক ভাবে খুদে ফুটবলারদের বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে কুশমন্ডি ইয়ংমেন এসোসিয়েশনের কর্মকর্তারা।এক সাক্ষাৎকারে কুশমন্ডি ইয়ংমেন
এসোসিয়েশনের কর্নধার শঙ্কর পাল বলেন লকডাউনের কারনে অনুশীলন বন্ধ হলেও তারা যেন কোন ভাবেই না ভাবতে পারে তাদের প্রশিক্ষণ একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। অনুশীলন কেন্দ্রের প্ৰতি খুদে ফুটবলারদের আত্মবিশ্বাস ধরে রাখতেই তাদেরকে বলা হয়েছে বাড়িতে বসে বসে না কাটিয়ে বাড়ির উঠানের মধ্যে এবং যাদের বাড়ির সামনে ছোট্ট এক চিলতে মাঠ আছে সেখানেই বল নিয়ে অনুশীলন করতে।
তা না করলে খুদে বাচ্চাদের অনেক পিছিয়ে পড়তে হবে বলে সংস্থার কর্নধার শঙ্কর পাল বলেন।কুশমন্ডি ইয়ংমেন এসোসিয়েশনের ফুটবল কোচ সুমিত বর্মন বলেন তাদের খুদে ফুটবলারদেরএই এক মাসের মধ্যে আমাদের খুদে ফুটবলারদের মনোবল অনেকটা ভেঙে গেছে।কবে আবার অনুশীলন শুরু করা হবে সেই দিকেই ওরা তাকিয়ে আছে। সুমিত বর্মন বলেন লকডাউন শেষ হবার পরের দিন থেকেই আমরা পুনরায় দ্রুত আমাদের অনুশীলন পর্বের কাজ শুরু করে দেব আশা করছি।
কুশমন্ডি ইয়ংমেন এসোসিয়েশনের খুদে আট বছরের সত্যজিৎ সরকার,নয় বছরের রুপম সরকার,দশ বছরের কাঞ্চন দেবশর্মা এবং এগারো বছরের আকাশ সোরেন এবং দশ বছরের প্রীতম সরকারদের মন শুধুই মাঠে এসে ফুটবলে লাথি মেরে প্রাণ খুলে সারা মাঠ দৌড়াবে তার জন্য অধীর আগ্রহে দিন গুনছে।কারন লকডাউনের জেরে খুদে ফুটবলাররা বর্তমানে জীবনের এই প্রথম ঘরবন্দি কাকে বলে তা জানতে পারলো।
খুদে ফুটবলাররাও তারা যেমন আর ঘরবন্দি হয়ে থাকতে চায়না তেমনি তারাও বলছে করোনায় মৃত্তুর সংবাদ যেন আর না শুনি, করোনায় আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠুক,সবার মন থেকে করোনার আতঙ্ক দ্রুত মুছে যাক নুতন করে সবাই আবার প্রাণখুলে হাসতে শুরু করুক ভগবানের কাছে করুন আবেদন প্ৰতি মুহূর্তে করে যাচ্ছে বলে কুশমন্ডি ইয়ংমেন এসোসিয়েশনের কর্নধার শঙ্কর পাল জানান।