October 24, 2024

তপনে কীর্ত্তনের পরিবর্তে ত্রাণ বিলি করে মানবিকতার পরিচয়

1 min read

তপনে কীর্ত্তনের পরিবর্তে ত্রাণ বিলি করে মানবিকতার পরিচয়

জয়ন্ত আচার্য –তপন(দক্ষিণ দিনাজপুর)–তপন থানার অন্তর্গত নয়াবাজার হাটখোলার “রাধাকৃষ্ণ পল্লী” র আয়োজনে প্রত্যেক বছর তিনদিন ব্যাপী কীর্ত্তনের আয়োজন করা হয়ে থাকে । নবদ্বীপ ও অন্যান্য জায়গার বিখ্যাত কীর্ত্তনীয়াদের এনে এখানে কীর্ত্তন পরিবেশন করানো হয়ে থাকে । কিন্তু বর্তমান করোনা অতিমারি সংক্রান্ত লকডাউনের ফলে এ বছর এইরকম কীর্ত্তনের আয়োজন করা সম্ভব হচ্ছে না ।

উপরন্তু লকডাউনের ফলে আশেপাশের বহু খেটে খাওয়া মানুষজন তাদের উপার্জনের উৎস হারিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন । এমত পরিস্থিতিতে রাধাকৃষ্ণ পল্লীর কর্মকর্তারা ঠিক করেন এ বছর তাঁরা কীর্ত্তনের আয়োজন করবেন না । বরং অসহায়, নিরন্ন মানুষের হাতে কিছু সাহায্য তুলে দেওয়া হবে । তাই প্রায় তিন শতাধিক মানুষের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ৪ কেজি চাল, ২ কেজি আলু , ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম ডাল এবং একটি করে মাস্ক। উপস্থিত ছিলেন কর্মকর্তা চিত্তরঞ্জন তালুকদার, শিক্ষক বিধান সরকার, ব্রজ তালুকদার, অজয় সরকার, ভাস্কর সরকার প্রমুখ । উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা ও। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কর্মকর্তা চিত্তরঞ্জন তালুকদার বলেন, চারিদিকে যখন প্রচুর মানুষ অসহায় এবং অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তখন আমরা কীর্ত্তনের অনুষ্ঠান বাদ দিয়ে ত্রাণ বিলির সিদ্ধান্ত নেই। আজ তিনশোরও বেশি দরিদ্র নারায়ণের মধ্যে ত্রাণ বিলি সম্ভব হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *