December 25, 2024

রাজভবনে নব অন্ন নয় , এ হলো বৈশাখী পাঁচ পদে নবান্ন।

1 min read

রাজভবনে নব অন্ন নয় , এ হলো বৈশাখী পাঁচ পদে নবান্ন।

জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ।পাঁচ টি মাস পেরিয়ে নতুন বছরের প্রথম মাস বৈশাখে গৃহবন্দি পশ্চিমবঙ্গের মানুষ। আবার ছয় মাস পরে সেই মাসের অপেক্ষায় আমরা সকলেই। কারন, বাংলার ঘড়ে ঘড়ে নতুন চালের নতুন ভাত অর্থাৎ নব অন্ন ভক্ষণ আস্বাদনে আপামর বাঙালির এক সংস্কৃতি ধারা আজও অব্যাহত। কিন্তু বর্তমানে করোনার দাপটে সমাজে দুঃস্থ অসহায় গরীব পরিবারগুলোর মুখে দুবেলা অন্ন যে কিভাবে জুটছে বা জুটবে সে এক ভয়ঙ্কর পরিস্থিতি। একেই আতঙ্কের বেড়াজালে সকলে

গৃহবন্দি তার উপরে আবার কর্মহীন, রোজগার বন্ধ। দৈনন্দিন খেটে খাওয়া অগনিত গরীব অসহায় পরিবারগুলোর মুখ শুধু মাস্ক দিয়ে ঢাকা নেই, ঢেকে আছে এক অন্ধকার বিভীষিকাময় মাস্কের আবরনে। মায়া মমতাহীন করোনা আরো দাপিয়ে বেড়ানোর ইঙ্গিত দিয়ে বেড়াচ্ছে। কবে যে এই আতঙ্ক, সংক্রমন বিদায় নেবে কেউ জানে না। ৬ বছরের ছোট্ট শিশু কিসকু খিদার জালায় কাঁদছে ঐ মাটির দেওয়ালের কুড়ে ঘড়ে থেকে, আর তার অভাগিনী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঘড়ে কিছুই নেই। ছয় সাতদিন আগে এক সমাজসেবী কিছু খাবার দিয়ে গিয়েছিল, সেটাও শেষ হয়ে গেছে। কি অসহায় , মা খাদ্যের অভাবে বাচ্চার আর্তনাদ হজম করে চলেছেন। স্বামী সেই যে পাশের রাজ্যে ইটের ভাটায় কাজে গিয়েছিল এই লকডাউনে আজও বাড়ি ফিরে আসতে পারে নি। শোনা গেছে বাচ্চাটির বাবা সোরেন মূর্মূ বাড়ি আসতে চেয়ে দীর্ঘ ৭৫ কিলোমিটার পায়ে হেঁটে আসার পরেও পুলিশের হাতে ধরা পরে আইসোলেশনে স্থানান্তরিত হয়েছে। এই দুঃস্থ পরিবারের করুন দৃশ্যে চোখে জল গড়িয়ে পরে কিন্তু এদের খবর কে রাখে। রেখেছে সকলে রাজভবনের নব অন্নের নয় পাঁচ পদের নবান্নের খবর। পাঁচ পদ অর্থাৎ পাঁচ পাতার নবান্ন। একদিকে যখন হাহাকার, বিভীষিকা, আতঙ্কে জর্জরিত এই বাংলার দুঃস্থ অসহায় গরীব পরিবারগুলো তখন রাজভবনে পাঁচ পদের নবান্ন নিয়ে করোনার যুদ্ধ চলছে। একদিকে যখন বেঁচে থাকার যুদ্ধ চলছে বিশ্ব জুড়ে , দেশ জুড়ে, রাজ্য জুড়ে তখন রাজ্যের ভবনে পাঁচ পদের নবান্ন পরিবেশনের স্বাদ কেমন তা নিয়েই স্বাদ গ্রহীতাদের মধ্যে এক অন্য যুদ্ধ। ভাবতেই পারছে না বাংলার মাটিতে করোনা আতঙ্কে সকল স্তরের মানুষ কিন্তু বাংলার দুঃস্থ অসহায় গরীব গুলো দুবেলা দুমুঠো অন্নের সংস্থান কিভাবে হবে সেই চিন্তায় দিশেহারা। তবে করোনা বিদায় নিবে কিনা কে জানে, বেঁচে থাকলে ৬ মাস পরে অগ্রহায়ন এর নবান্নের স্বাদ এই বাংলার মাটিতে সকলেই নেবে কিন্তু বর্তমানে রাজ্যের ভবন রাজভবনে পাঁচ পদের নবান্নের যে স্বাদ বাংলার মাটিতে, আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে তার সুগন্ধি সকলের নাকে পৌঁছে গেছে মাস্ক লাগিয়ে রাখা সত্ত্বেও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *