December 25, 2024

হাত খরচের টাকা বাঁচিয়ে ১০০ মানুষের হাতে খাবার সামগ্রী মাস্ক বিতরণ

1 min read

হাত খরচের টাকা বাঁচিয়ে ১০০ মানুষের হাতে খাবার সামগ্রী মাস্ক বিতরণ

মামুন সরকার হাত খরচের টাকা বাঁচিয়ে ১০০ মানুষের হাতে খাবার সামগ্রী মাস্ক বিতরণ করলেন তিন যুবক । সৈয়দ মেহবুব আলী ,সৈয়দ মর্তুজা হাসান,রুবেল রানা ।আজ হরিরামপুর থানার লৌহচর গ্রামে ১০০ মানুষের হাতে নিজে দের হাত খরচ বাঁচিয়ে রেখে চাল ,ডাল ,আলু,পিয়াচ, সাবান,,ম্যাক্স ,তুলে দিলেন রুবেল রানা ,সৈয়দ মর্তুজা আলী, সৈয়দ মেহবুব হাসান ।

উপস্থিত ছিলেন হরিরামপুর থানার এএসআই জামাল হাসান ,সাংবাদিক মামুন সরকার, সিভিক ভোলেনডিয়ার মিঠু রহমান ,আখসার আলী,পঞ্চায়েত উপ প্রধান জাকির হোসেন ,সহ অনেকে সোশ্যাল ডিস্টেন্ট ম্যানেজ মেন্ট করেন এএসআই জামাল হাসান ,ডিস্টেন্স মেনেই সচেতন বার্তা দেন ওই তিনজন ছাত্র তার পর সামগ্রী তুলে দেন তারা ।

এই বিষয়ে উদ্যোক্তা সৈয়দ মর্তুজা হাসান জানান আমরা তিনজন মিলে এই উদ্যোক নিয়েছি আমরা আমাদের সামর্থ অনুযায়ী চেষ্টা করছি ,এবং আমাদের পরিবার থেকেও সহযোগিতা পেয়েছি ।আমরা অন্যান্য অর্থশালী মানুষদের বলতে চাই নিজের এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ান নিজেদের সামর্থ অনুযায়ী ।এই বিষয়ে স্থানীয় একজন জানান এদের এই উদারতা দেখে আমরা সত্যি খুব আনন্দিত আসুন একসাথে মিলে আমরা দুস্থদের পাশে দাঁড়ায় , মৌখিক ভাবে এদের ধন্যবাদ জানান এএসআই জামাল হাসানো কারণ এই টুকু বয়সে যে তার এমন উদ্ধোক নেবেন তা সত্যি প্রশংসা করেন তিনিও ।

 

6 thoughts on “হাত খরচের টাকা বাঁচিয়ে ১০০ মানুষের হাতে খাবার সামগ্রী মাস্ক বিতরণ

  1. Hearing this familiar title, the female official s tears couldn t stop cialis without a doctor prescription reddit Money Back Guarantee flowing cialis prescription Both alcohol and Cialis can cause drops in blood pressure, so you may feel dizzy and or faint if you drink with Cialis

  2. Seven articles were open-label, randomized, multicentre, controlled studies; nine of the studies had a crossover design; and the other studies were prospective and observational precio priligy 30 mg If alpha blockers are used in combination with PDE5 inhibitors common examples are listed below , the airman should not fly until verification that no hypotensive episodes or other side effects are noted

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *