December 25, 2024

প্রয়াত হলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান কাউন্সিলার দীনদয়াল কল্যানী।

1 min read

প্রয়াত হলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান কাউন্সিলার দীনদয়াল কল্যানী।

প্রয়াত হলেন রায়গঞ্জ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান কাউন্সিলার দীনদয়াল কল্যানী। শোকের আবহ শহর জুড়ে।

  ফাইল চিত্র।।

বর্তমানের কথার পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা জনাই। উল্লেখ্য দীনদয়াল কল্যানী রায়গঞ্জ বাসীর কাছে একজন খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয় উত্তর দিনাজপুর প্রেসক্লাবের তিনি প্রাক্তন সভাপতি ও ছিলেন। সেই সময় দক্ষতার সাথে প্রেসক্লাব ও চালিয়েছিলেন। উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র গভীর শোক প্রকাশ করে বলেন, দীনদয়াল কল্যানী মতন একজন ভালো মানুষ কে তারা হারালো।রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন এই মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। সকল কেই একদিন যেতে হবে। কিন্তু এইভাবে তিনি যাবেন সেটা ভাবতেই পারিনি আমরা। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাবার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার পরিবার সুত্রে জানা গেছে, এদিন রাতে তার হঠাৎ শ্বাসকষ্ট উঠলে তাকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়ার পথেই নিজের গাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। এদিকে তিনি রায়গঞ্জ পৌরসভার দুবার উপ-পৌরপতি এবং তারপর একবার রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা ছিলেন। বর্তমানে রায়গঞ্জ পৌরসভার ১৮নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তিনি ২০০৫সালে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি রায়গঞ্জের কল্যানী গ্রুপের প্রধান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৯বছর। এদিন তার মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে জেলাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *