উত্তর দিনাজপুর জেলার করোনার পাঁচজনের টেস্টের রিপোর্ট নেগেটিভ এলো,জেলা প্রশাসনের স্বস্তি-
1 min readউত্তর দিনাজপুর জেলার করোনার পাঁচজনের টেস্টের রিপোর্ট নেগেটিভ এলো,জেলা প্রশাসনের স্বস্তি-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলা থেকে পাঁচকজনের মুখের লালার নমুনা পাঠানো হয়েছিল টেস্টের জন্য।বুধবার সেই পাঁচজনেরই রিপোর্ট মালদা মেডিক্যাল কলেজ থেকে আসার পর দেখা যায় প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ।
বুধবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানান।তিনি আরো জানান যাদের টেস্টের রিপোর্ট পাঠা নো হয়েছিল তারা কলকাতা থেকে এসে মিক্কি মেগা হাসপাতালে কোয়ারেন্টিনে ভর্তি ছিল বলে জানান।পাঁচ জনের মধ্যে একজন নার্স ছিলেন।পাঁচ জনের নেগেটিভ রিপোর্ট আসায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেললো বলে জানা যায়। জেলা প্রশাসন প্রচন্ড খুশি।