December 25, 2024

উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্যা মামেনা বেগমের উদ্যোগ কে কুর্নিশ জানালো দুঃস্থ গরীব পরিবারগুলো।

1 min read

উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্যা মামেনা বেগমের উদ্যোগ কে কুর্নিশ জানালো দুঃস্থ গরীব পরিবারগুলো।

জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে দেশ তথা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলা জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে সর্বস্তরের মানুষ যেমন গৃহবন্দী তেমনি কর্মহীন হয়ে পরেছে। এমতাবস্থায় দৈনন্দিন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকলের রোজগার করার রাস্তাও লকডাউন।

একদিকে পরিবারের কেউ যেন করোনা ভাইরাসের ছোবল খেতে না পারে তারজন্য গৃহে বন্দি হয়ে থাকা , অপরদিকে কর্মহীন হয়ে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দুইবেলা অন্নের সন্ধান কিভাবে হবে সেই চিন্তার শেষ নেই। বিশেষ করে এই সকল দুঃস্থ অসহায় গরীব পরিবারগুলোর জন্য রাজ্য সরকার রেশনের মাধ্যমে খাদ্যের সংস্থানে

এগিয়ে এসেছে তেমনি এই পরিবারগুলোর জন্য নিজের উদ্যোগে তার নির্বাচনী এলাকায় এগিয়ে এসেছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্যা কালিয়াগঞ্জের মামেনা বেগম। তিনি তার সমাজসেবক স্বামী তারেক আহমেদ কে সঙ্গে নিয়ে পৌঁছে যাচ্ছেন খাদ্যসামগ্রী ত্রান নিয়ে কালিয়াগঞ্জ ব্লকের ৭ নং ভান্ডার, ৮ নং মোস্তাফানগর এবং ১০ নং মালগাও গ্রাম পঞ্চায়েত এলাকার দুঃস্থ গরীব পরিবারগুলোর কাছে। এই তিন অঞ্চলের প্রায় ১,৭২৫ জন দুঃস্থ গরীব পরিবারগুলোর কাছে খাদ্য সামগ্রী ত্রান শুধু পৌঁছেই দেন নি ,

এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে সতর্কতামূলক বার্তা দিয়ে তাদের মনোবলকে দৃঢ় করতে তাদের সাথে সময় কাটিয়েছেন সোশ্যাল দূরত্ব বজায় রেখেই। উঃ দিনাজপুর জেলা পরিষদে সদস্য মামেনা বেগম এবং তার সমাজসেবী স্বামী তারেক আহমেদ এই ত্রান বিতরণের সময় প্রতিবেদক কে জানিয়েছেন এমনিতেই সারাবছরই এলাকার মানুষের পাশে ও সাথে থেকে তাদের আপদ বিপদে যেমন মামেনা বেগম উক্ত

এলাকার মানুষের মনের মুকুটে স্থান পেয়েছেন তেমনি এই কঠিনতম বিশ্ব ত্রাস আতঙ্কের বেড়াজালে আবদ্ধ হয়ে গৃহবন্দি অবস্থায় থাকা বিশেষ করে দুঃস্থ গরীব অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দুইবেলা দুমুঠো খাবারের সংস্থান নিয়ে। এই বিষয়ে মামেনা বেগমের স্বামীও দিনরাত ছুটে চলেছেন দুঃস্থ গরীব পরিবারগুলোর পাশে। উক্ত এলাকার গরীব পরিবারগুলোর উঃ দিনাজপুর জেলা পরিষদ সদস্যা মামেনা বেগম এবং তার সমাজসেবী স্বামী তারেক আহমেদ কে আশীর্বাদ, দোয়া করেছেন এবং কুর্নিশ জানাতেও দ্বিধা করেন নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *