উত্তর দিনাজপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্দ্যোগে বিষয় “নোবেল করোনা” নিয়ে রাজ্যব্যাপী কবিতা প্রতিযোগিতা
1 min readউত্তর দিনাজপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্দ্যোগে বিষয় “নোবেল করোনা” নিয়ে রাজ্যব্যাপী কবিতা প্রতিযোগিতা
তপন চক্রবর্তী–,কালিয়াগঞ্জ(উত্তর দিনসজপুর,)--উত্তর দিনাজপুর ভ্যলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্দ্যোগে রাজ্য ব্যাপী একটি কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।বিষয় -নোবেল করোনা”।এক সাক্ষাৎকারে উত্তর দিনাজপুর ব্লাড
ডোনার্স ফোরামের সম্পাদক সুব্রত সরকার বলেন নিজের নাম ও ঠিকানা দিয়ে আগামী ২৭শে এপ্রিল পাঠিয়ে দিতে হবে।সুব্রত সরকার বলেন এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দের হাজার টাকা,দ্বিতীয় পুরস্কার এক হাজার তিনশো এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে এক হাজার একশো টাকার সাথে একটি করে শংসাপত্র।