লকডাউনের জন্য অভিনব ভাবনা। অনলাইনেই নদীর কাছে এসো পালন
1 min readলকডাউনের জন্য অভিনব ভাবনা। অনলাইনেই নদীর কাছে এসো পালন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)--করোনা ভাইরাসের জন্য দেশজুড়েই লকডাউন চলছে।তাই অন্যদের মতোই ঘরে রয়েছেন পরিবেশ বন্ধু সংস্থা দিশারী সংকল্পের সদস্য, সদস্যারা।প্রতি মাসে একবার নদীর কাছে এসো তাদের কর্মসূচি থাকে।যেখানে নদীর কথা বলা হয়,নদীর গান হয়, নদীর কবিতা পাঠ করা হয়।গত মাসেই ঠিক হয়েছিল যে এই মাসে সেটা হবে উনিশে এপ্রিল।কিন্ত এখন যে লকডাউন।তাহলে কি নদীর কাছে আসা হবে না? এবার অনলাইনে হোক।প্রস্তাব দেয় সদস্যা তনুশ্রী প্রামাণিক।
এককথায় সবাই রাজি।ব্যাস যেই কথা সেই কাজ।আজ রবিবার ঠিক এগারটায় মেসেঞ্জার গ্রুপের ভিডিও কলে চলে এল অমল গোপাল গোস্বামী, সুচিত্রা গোস্বামী,অমল বসু,তরুন কুমার সিনহা, নারু দত্ত, সুবীর চৌধুরী,প্রাপ্তি চৌধুরী,সুতপা দাশগুপ্ত, তনুশ্রী প্রামাণিক, মাম্পি রায়, প্রদীপ সাহা, শ্রুতি গোস্বামী, সনাতন প্রামাণিক, কিঙ্কর দাস,নীলাদ্রি শেখর মুখার্জি,রিক গুহ, তুহিন শুভ্র মন্ডল প্রমুখেরা।কবিতা শোনালেন অমল বসু,
নারু দত্ত, অমল গোপাল গোস্বামী,তুহিন শুভ্র মন্ডল; আবৃত্তি শোনালেন সুবীর চৌধুরী, গান গাইলেন প্রাপ্তি চৌধুরী, সুচিত্রা গোস্বামী, অমল গোপাল গোস্বামী, তনুশ্রী প্রামাণিক;অভিনয়ের অংশ পরিবেশন করলেন কিঙ্কর দাস।লকডাউনে বাড়িতে থাকলেও নদীর জন্য উদ্বিগ্ন তারা ।খোঁজ নিলেন মাম্পি রায়,সনাতন প্রামাণিকেরা।লকডাউন পর্ব মিটে গেলে নদী, সমাজ ও পরিবেশের জন্য কি কি করবেন তা নিয়ে একপ্রস্থ আলোচনা করে নিল তারা।নীলাদ্রি, রিক সহ সবারই প্রার্থনা করোনা ভাইরাসের বিপদ থেকে মুক্ত হয়ে নদী ও পরিবেশের জন্য ভাবতে চায় তারা সরাসরি।তবে নদীর কাছে এসোর অনলাইন ভার্সনও তাদের বেশ পছন্দ হয়েছে একথা বোঝাই যায়।সম্পাদক তুহিন শুভ্র মন্ডল জানান, লকডাউন পর্বের গতিপ্রকৃতি দেখে নিয়ে আমরা নদীর কাছে এসোর পরবর্তী মাসের তারিখ ঠিক করবো।