করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন গ্রামে গুজব ছড়ানোর অভিযোগে কালিয়াগঞ্জ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলো
1 min readকরোনা ভাইরাস নিয়ে বিভিন্ন গ্রামে গুজব ছড়ানোর অভিযোগে কালিয়াগঞ্জ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলো
পিয়া গুপ্তা [ চক্রবর্তী ] -কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামে ও শহরে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কালিয়াগঞ্জ পুলিশ দুই ব্যক্তিকে হাতে নাতে ধরে বৃহস্পতিবার গ্রেপ্তার করে।ধৃত দুই ব্যক্তির একজনের নাম পবিত্র বর্মন(২৬)এবং অপর ব্যক্তির নাম ফকির মহলদার(৩৬)।
এদের একজনের বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের ২নম্বর ধনকোল গ্রাম পঞ্চায়েতের বালাস গ্রামে ও অপর ব্যক্তির বাড়ি কালিয়াগঞ্জ শহরের রসিদপুরে। জানা যায় বেশ কয়েকদিন থেকেই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম ও শহর থেকে এই ধরনের গুজব ছড়ানোর খবর আসায় কালিয়াগঞ্জ থানার আই সি বিভিন্ন এলাকায় গিয়ে এর সত্যতা যাচাই করে চলছিল।কিন্তূ বৃহস্পতিবার সন্ধ্যয় হাতে নাতে দুই যুবক গুজব ছড়ানোর দায়ে পুলিশের ফাঁদে পরে যায়।ধৃত দুই ব্যক্তিকে আগামী কাল রায়গঞ্জ কোর্টে পাঠানো হবে বলে কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই সন্ধ্যায় জানান।আই সি আশীষ দলুই বলেন আমরা আরো দেখছি এর পেছনে কোন চক্র কাজ করছে কিনা?তিনি বলেন দেশের এই করোনা ভাইরাস মহামারি নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের কোন ভাবেই বরদাস্ত করা হবেনা।তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন কালিয়াগঞ্জ থানার পুলিশ সদা সতর্ক দৃষ্টি রাখছে।তিনি সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই ধরনের কোন রকম গুজব ছড়ানোর সাথে যারাই যুক্ত থাকবে তাদের খোঁজ করে বের করা হবে।সাথে সাথে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় সে ব্যাপারেও তারা সচেষ্ট থাকবে।কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই বলেন করোনা ভাইরাস ও লকডাউন নিয়ে সরকারি নির্দেশ যারা মানবেন না তাদের বিরুদ্ধেও কালিয়াগঞ্জ থানা ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।