বালুরঘাটে ভারতীয় টিমের প্রাক্তন গোলরক্ষক অভিজিৎ মন্ডলের নেতৃত্বে ফুটবল একাডেমী”
1 min readবালুরঘাটে ভারতীয় টিমের প্রাক্তন গোলরক্ষক অভিজিৎ মন্ডলের নেতৃত্বে ফুটবল একাডেমী”
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-উত্তর দিনাজপুর-ভারতীয় ফুটবল টিমের মাঠ কাঁপানো গোল রক্ষক অভিজিৎ মন্ডলের উদ্দ্যোগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে সম্প্রতি একটি ফুটবল একাডেমী গড়ে তোলা হল যার নাম দেওয়া হয়েছে হিরোস অফ টু মরো ফুটবল একাডেমী।হটাৎ করে বালুরঘাটে এই ফুটবল একাডেমীর ভাবনা কেন এলো এই প্রশ্নের উত্তরে একসময়কার ভারতীয় ফুটবল দলের গোল রক্ষক অভিজিৎ মন্ডল বলেন এই প্রশ্নটা স্বাভাবিক ভাবেই আসতে পারে।অভিজিৎ বাবু বলেন আমি যতবড় কিছুই হই না কেন যেহেতু দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আমার জন্ম ভূমি,যেহেতু আমার বড় হবার পেছনে বালুরঘাটের ভুমিকা সবচেয়ে বড়। তাই আমারও বালুরঘাটকে কিছু দিতেই হবে। যা আমার দায়িত্বের মধ্যেই পরে।মাথায় চিন্তাটা যে আজকে হটাৎ করেই এসেছে তা একদম ভুল।আমার মাথায় বালুরঘাটে একটি ফুটবল একাডেমী গড়ে তুলব তা অনেক
দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল।কিন্তূ নানান কারনে তা আগে সম্ভব হয়ে উঠেনি।আমার চিন্তা আগে থেকেই ছিল যে আমার জন্মস্থান বালুরঘাটের জন্য উন্নত মানের ফুটবল একাডেমী আমাকে গড়ে তুলতেই হবে।তাছাড়া দক্ষিণ দিনাজপুরে অনেক ফুটবল প্রতিভা আছে যাদের প্ৰকৃত ফুটবল প্রশিক্ষণ দিলে অনেক ফুটবল প্রতিভার বিকাশ ঘটতে পারে। আর এই সময় বালুরঘাট টাউন ক্লাবের পুর্ণ সহায়তা আমি পেয়েছি তাই এসবকে কাজে লাগিয়ে এই সমস্ত গ্রাম ও শহরের ফুটবল প্রতিভার বিকাশ ঘটাতে পারবো বলেই আমার দৃঢ় বিশ্বাস।আমরা প্রাথমিকভাবে পথ চলা শুরু করেছিঅধিকাংশই অল্প বয়সী ছেলেদের নিয়ে। অভিজিৎ মন্ডল বলেন আমাদের এই ফুটবল একাডেমী গড়ার পেছনে অনেক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি।আমাদের মূল উদ্দেশ্য আছে অনুর্ধ ,১৩ ও ১৫ বয়সী ছেলেদের নিয়ে আই লীগ খেলা।বড়দের যেমন আই লীগ খেলা হয় ছোটদেরও তা হয়ে থেকে।তবে এটা খুব সহজ কাজ নয়।অনেক আইন কাননের ব্যাপার স্যাপার আছে।এ ছাড়াও আমরা চেষ্টা করছি ফরেন কোলাবরেশনে ইংল্যান্ডের একটি ক্লাবের সাথে আমাদের নুতন ফুটবল একাডেমিকে যুক্ত করে বড় মাপের কিছু একটা করা।এটি কার্যকর হলে দক্ষিণ দিনাজপুর জেলায় ফুটবল প্রশিক্ষনের একটি দিক খুলে যাবে বলে অভিজিৎ বাবু মনে করেন।অনেক দূর কথা বার্তা এগিয়ে চলছে।এটা হলে আমাদের একাডেমির ছেলেরা সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবে। অভিজিৎ বাবু বলেন তাদের এই ফুটবল একাডেমী বালুরঘাট টাউন ক্লাবের সাথে যৌথ উদ্যোগে করা হয়েছে বলে জানান। অভিজিৎ মন্ডল বলেন তাদের এই ফুটবল একাডেমিতে মেন্টর হিসাবে আছেন অর্ণব মন্ডল এবং অরিন্দম ভট্টাচার্য।অভিজিৎবাবু বলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন ডি এস এর সচিব তথা সি এ বির এপেক্স কমিটির অন্যতম সদস্য গৌতম গোস্বামী।তিনি বলেন অভিজিৎ একটা বড় কাজ শুরু করতে চলেছে যা ফুটবল খেলোয়াড় তৈরী করার ক্ষেত্রে ভবিষ্যতে বড় ভূমিকা গ্রহণ করবে একদিন।এছাড়াও বেশ কিছু ফুটবল প্রেমী মানুষ যুক্ত আছেন বলে জানান। বর্তমানে কতজন এই ফুটবল একাডেমীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে ,তার উত্তরে অভিজিৎ মন্ডল জানান এই মুহূর্তে ২৩ জন প্রশিক্ষণ নিচ্ছে।হটাৎ করে করোনা ভাইরাসের কারনে লকডাউন শুরু হওয়ায় অনেকে আসতে চেয়েও আর আসতে পারেনি।অভিজিৎ বাবু বলেন আমাদের ইচ্ছা ছিল মার্চ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা।।কিন্তূ লকডাউন শুরু হবার ফলে তা বন্ধ হয়ে গেছে।করোনা ভাইরাসের হাত থেকে আমরা সবাই মুক্ত হয়ে লকডাউন উঠে যাবার পর উদ্বোধনী অনুষ্ঠানটি বড়সড় করেই করা হবে বলে জানান।