করোনা অভিযান
1 min readকরোনা অভিযান
নীলাব্জা রায়
****
গঙ্গারামপুর কলেজ
ইতিহাস বিভাগ
করোনা করোনা কোর’না
অযথা ভয় পেয়োনা
কষ্ট করে থাকো কদিন
বাড়ির বাইরে যেও না।
বাজারে যতই পড়ুক আকাল
মাস্ক আর স্যানিটাইজার
ঘাবড়ে গিয়ে চাপড়ে কপাল
করোনাকে হাল ছেড়োনা।
অসাধু ব্যবসায়ীর প্যানিক ঠেলে
প্রকৃতিতে তাকাও চোখ মেলে
মা – ঠাকুমার নিয়ম নীতি
রপ্ত করো রাতারাতি।
নিম হলুদ আদা গুড়
ভিটামিন মিনারেলে ভরপুর।
গরিব ভারত ভয় কিসে তোর? আমাদের আছে চুনের জোর।
চুন জলে ভরো শিশি
হ্যান্ড স্যানিটাইজার হবে দেশি
মোটা রুমালে বাঁধো নাক
একটুও যেন থাকে না ফাঁক।
যেও না কেউ দীঘা – পুরী
ছাদে উঠোনে রোদে পুড়ি
ধনী দরিদ্র সবাই জাগুক
বাংলার মাটিতে করোনা মরুক।
বাড়িয়ে দাও সাহায্যের হাত
করোনা হবেই কুপোকাত
বাঙালি আজ নাও শপথ
করোনা হঠাও দেশ বাঁচাও।।