October 24, 2024

আগামিকাল থেকে মাস্ক পরা বাধ্যতামূলক

1 min read

আগামিকাল থেকে মাস্ক পরা বাধ্যতামূলক

এবার এ  রাজ্যেও  মাস্ক পরা বাধ্যতামূলক।  বাড়ি থেকে বেরলেই পড়তে হবে মাস্ক দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানার মতো   ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷ সোমবার অর্থাৎ আগামিকাল থেকেই চালু এই নিয়ম ৷ এবার মাস্ক না পড়ে রাস্তায় বেরোলেই ধরপাকড় করবে পুলিশ। নির্দেশ না মানলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের ৷লকডাউনের মধ্যেও অতি প্রয়োজনে যে  সমস্ত মানুষজন রাস্তায় বের হবেন  তাঁদের প্রত্যেককে মাস্ক পরেই এবার থেকে রাস্তায় বেরোতে হবে। এমনটাই নির্দেশিকা জারি করে জানিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই নির্দেশ কার্যকর করতে পুলিশ সক্রিয় ভূমিকা নেবে। শুধুমাত্র কলকাতাই

নয়, গোটা রাজ্য জুড়েই  একই নিয়ম লাগু হতে চলেছে। প্রয়োজনে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ আইন প্রয়োগও  করতে পারে বলেও খবর।তবে N95  কিংবা  সার্জিকাল  মাস্কই যে পরতে হবে তা নয়। বাড়ি থেকে বের হওয়ার সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় কিংবা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাস্তায় বের হলেও চলবে। কিন্তু নাক মুখ ঢাকতে ফেস কভার বাধ্যতামূলক করা হচ্ছে। আর যারা এই নিয়ম মানবেন না তাঁদেরকে  কড়া শাস্তির মুখে পড়তে হবে।কলকাতা সহ পশ্চিমবঙ্গের  বিভিন্ন জায়গায় লকডাউনের বিধি ভাঙা হচ্ছে৷ লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না অনেক জায়গাতেই ৷ এব্যাপারে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ শনিবারই রাজ্যের মুখ্যসচিব, পুলিশ প্রধানকে এই চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কলকাতার কোন কোন জায়গায় লকডাউন মানা হচ্ছে না, তাও চিঠিতে বিস্তারিত উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷করোনার কোপ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশজুড়েই চলছে লকডাউন।  অনেকে আবার বিনা কারণেই  রাস্তায় নামছেন।  অনেক ক্ষেত্রেই লোকজন সরকারি নির্দেশ মানছেন না। এককথায় এক শ্রেনীর মানুষকে বেপরোয়াভাবেই ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে । পুলিশি ধরপাকড়ের মুখে নানান অজুহাত দিচ্ছেন পথচলতি মানুষ ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *