December 25, 2024

অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বন্টন করলো রায়গঞ্জ পৌরসভার ভাইস-চেয়ারম্যান অরিন্দম সরকার

1 min read

অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বন্টন করলো রায়গঞ্জ পৌরসভার ভাইস-চেয়ারম্যান অরিন্দম সরকার

তন্ময় দাস, উত্তর দিনাজপু ঃ লকডাউনে কাজ বন্ধে অসহায় হয়ে পড়া রিকশা চালক ,ভ্যান চালক ,দিন মুজুর রাজমিস্ত্রি ,পরিচারিকা ,সহ বহু খেটে খাওয়া মানুষ এখন কার্যত ঘরবন্দি সকলে বেশ কিছু আধিবাসী পরিবারকে তুলে দেওয়া হয় । আজ রবিবার এইসব অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বন্টন করলো রায়গঞ্জ পৌরসভার ভাইস-চেয়ারম্যান অরিন্দম সরকার।

এই দিন কমলাবাড়ি -২ গ্ৰাম পঞ্চায়েত এ মিরুয়াল সংসদে দুঃস্থ পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী উজ্জল রায় সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান বিলি করা হয়।উজ্জল রায় বলেন,’করোনার জন্য লকডাউন হওয়াতে রোজগারে টান পড়েছে বহু মানুষের। এমন অবস্থায় বাড়িতে থেকে অনাহারে দিন কাটালে তার ফল হতে পারে ভয়ানক। তাই কাউকে অভুক্ত না থাকতে দেওয়ার জন্য আমাদের ভাইস চেয়ারম্যানের তরফ থেকে এই উদ্যোগ নিয়েছি।করোনা মোকাবিলায় শুধু নয় এর আগেও দুর্দিনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।আগামীতেও এধরনের সমস্যায় এগিয়ে আসবো

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *