October 24, 2024

লকডাউনের মধ্যেই কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালীর বার্ষিক অষ্টধাতুর পূজা সম্পন্ন

1 min read

লকডাউনের মধ্যেই কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালীর বার্ষিক অষ্টধাতুর পূজা সম্পন্ন

তপন চকর্বর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–করোনার লকডাউনের মধ্যেই কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালি মন্দিরের বার্ষিক অষ্টধাতুর বার্ষিক পূজা এবারই প্রথম তালাবন্ধ অবস্থায় মায়ের পূজা জাকজমকহীন ভাবে সম্পন্ন করা হল।১৯৯৮ সালে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা হবার পর

 

থেকেই প্ৰতি বছর ২৩শে চৈত্র এই বার্ষিক পূজা আড়ম্বরের সাথে হয়ে থাকে।করোনার ভয়াবহ পরিস্থিতি সারা বিশ্বের সাথে আমাদের দেশ তথা আমাদের রাজ্যে যে আতঙ্ক তথা ভয়াবহতা সৃষ্টি করেছে তা যেন আর না বেড়ে ধীরে ধীরে আক্রান্তদের সুস্থ করে আবার সারা দেশের সাথে আমাদের রাজ্য তথা জেলার মানুষদের স্বাভাবিক জীবন যাত্রার ফিরিয়ে আনে তার জন্য মা বয়রা কালীর কাছে সবাই প্রার্থনা করে।

 

 

কালিয়াগঞ্জ মা বয়রা কালি পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পদক বিদ্যুৎ বিকাশ ভদ্র জানান এবার মায়ের কাছে আমরা সবাই সবার জন্য প্রার্থনা করলাম মা যেন সবাইকে করোনার আক্রমন থেকে মুক্ত করে দেয়।সবার মন থেকে করোনার ভয়াবহ আতঙ্ক দূরে সরিয়ে আবার সবার মনে শান্তির বাতাবরণ সৃষ্টি করে।অপর যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না লাহিড়ী বলেন মায়ের কাছে সবার জন্য একটাই প্রার্থনা করলাম মা তোমার ভক্তদের তোমাকেই রক্ষা করতে হবে।তোমার উপর আমাদের ভরসা মা।সবাইকে আবার আগের মত আতঙ্কহীন অবস্থায় হাসিমুখ সবার ফিরিয়ে দাও।আমরা এবার তোমার পূজা জাঁকজমক ভাবে করতে না পারলেও আগামীতে তোমার পূজা তোমার মনের মতই করবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *