December 22, 2024

লকডাউনের মধ্যেই রায়গঞ্জে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর

1 min read

লকডাউনের মধ্যেই রায়গঞ্জে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর

আচমকাই রায়গঞ্জের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন দাসকে গুলি করে সোমবার দুপুরে । কাউন্সিলরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আহত কাউন্সিলারের চিকিৎসা শুরু হয়েছে বলে জানাগিয়েছেজেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানালেন, কাউন্সিল তপন দাসকে গুলি করার ঘটনা শোনার পরে

পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। পুলিশ সুপার সুমিত কুমার ঘটনাস্থলে গিয়েছেন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।জানা যায় রায়গঞ্জের বন্দর শ্মশানের পাশে ধাবায় গিয়ে ছিলেন সেখানকার পরিস্থিতি দেখতে।কিছু বোঝার আগেই দিনে দুপুরে আচমকা দুস্কৃতিকারীরা কাউন্সিলরকে গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়।এই ঘটনায় রায়গঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমারের নেতৃত্বে তদন্তের কাজ শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *