সমাজিক দূরত্ব বজায় রেখে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের রাস্তার উপর থেকে বাজার তুলে নাট মন্দির চন্ত্বরে শৃঙ্খলাবদ্ধ ভাবে ব্যবসায়ীদের বসিয়ে দিল ১৩নম্বর ওয়ার্ডের কার্তিক দত্ত লেনের উৎসাহী যুবকরা-
1 min readসমাজিক দূরত্ব বজায় রেখে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের রাস্তার উপর থেকে বাজার তুলে নাট মন্দির চন্ত্বরে শৃঙ্খলাবদ্ধ ভাবে ব্যবসায়ীদের বসিয়ে দিল ১৩নম্বর ওয়ার্ডের কার্তিক দত্ত লেনের উৎসাহী যুবকরা-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–সোমবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের রোডের উপর থিক থিকে ভিরকে সরিয়ে দিয়ে রাস্তার উপর থেকে বাজার সরিয়ে নাট মন্দির চত্বরে শৃঙ্খলাবদ্ধ ভাবে বাজার বসিয়ে দিল ১৩ নম্বর ওয়ার্ডের কার্তিক দত্ত লেনের উৎসাহী যুবকেরা।জানা যায় লকডাউন চলাকালীন সময়ে প্রতিদিন সকালে মহেন্দ্রগঞ্জ বাজারের পার্শ্বস্ত পাকা
রাস্তার উপর ক্ষুদ্র ব্যবসায়ীরা শাক সব্জির দোকান বসিয়ে চুটিয়ে হাট বাজার করতো ক্রেতারা সামাজিক দূরত্ব না মেনেই।ফলে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিল।১৩ নম্বর ওয়ার্ডের কার্তিক দত্ত লেনের অধিকাংশ যুবক সিধান্ত নেয় তারা কোনভাবেই রাস্তার উপর বসে ব্যবসা করতে কোন ব্যবসায়ীকে দেবেনা।রাস্তা ছেড়ে নাট মন্দির চত্বরে ব্যবসায়ীদের বসে ব্যবসা করতে হবে।সোমবার ভোর হতেই পাড়ার যুবকেরা নাট মন্দির চত্বরে সমস্ত
ব্যবসায়ীরাযাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার ঘাট করতে পারে তার ব্যবস্থায় নেমে পড়ে। এর পর দেখা যায় সমস্ত রাস্তা ফাঁকা করে দিয়ে সমস্ত ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি লাইনের দূরত্ব অনেকটাই রেখে বাজার বসিয়ে দেওয়া হয়।তাতে একদিকে যেমন ব্যবসায়ীরাও খুশি তেমনি ক্রেতারাও বাজার করতে এসে অবাক হয়ে যায় এই সুন্দর আয়োজন দেখে।কারন কাউকেই আর গা ঘেষে বাজার করতে হচ্ছেনা করোনার সরকারি নিয়ম মেনেই এই ব্যবস্থা নিয়েছে কালিয়াগঞ্জের ১৩নম্বর ওয়ার্ডের কার্তিক দত্ত লেনের উৎসাহী যুবকেরা।এই যুবকেরা আজকে যে উদ্দ্যোগ নিয়ে কাজ করলো তার মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা হয়েছে তা হল পৌর সভার পাকা রাস্তার উপর বাজার বসিয়ে সাধারণ মানুষের রাস্তা দিয়ে যাতায়াত করতে যেভাবে কষ্ট হত তার থেকে পথ চারীরা মুক্তি পেয়েছে বলে সবাই খুশি।