কালিয়াগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীর সমাজসেবী ভবতোষ চৌধরী ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্র মানুষদের মধ্যে আড়াই কুইন্টাল চিড়া ও প্রচুর পরিমানে বিস্কুট বিতরণ করলেন
1 min readকালিয়াগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীর সমাজসেবী ভবতোষ চৌধরী ব্যক্তিগত উদ্যোগে হত দরিদ্র মানুষদের মধ্যে আড়াই কুইন্টাল চিড়া ও প্রচুর পরিমানে বিস্কুট বিতরণ করলেন
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)-–করোনা ভাইরাসের লকডাউনের দাপটে যখন মানুষ দিশেহারা তখন তাদের এই বিপদের সময় সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে নিজের মনকে সান্তনা দিতে এগিয়ে এলেন কালিয়াগঞ্জের ৩নম্বর ওয়ার্ডের
নেতাজী পল্লীর সমাজ সেবী ভবতোষ চৌধরী।রবিবার ভবতোষ বাবু তার নেতাজী পল্লীর বাড়ির পাশের মুসাহরপাড়ার তিন শতাধিক হত দরিদ্র মানুষদের হাতে আড়াই কুইন্টাল চিড়া ও তিন কার্টুন বিস্কুট ভাগ করে দিলেন।শুধু তাই নয় ত্রাণ বিতরন করার পূর্বে ভবতোষ চৌধরী
উপস্থিত দরিদ্র মানুষদের সাথে তিনিও ভগবানের কাছে সবাইকে নিয়ে প্রার্থনা করে বলেন ভগবান অনেক হয়েছে এবার করোনাকে এই পৃথিবী থেকে সরিয়ে নিয়ে
গিয়ে অসুস্থ মানুষদের সুস্থ করে দাও।করোনার আতঙ্ক থেকে সবাইকে মুক্ত করে আবার সবাইকে সুস্থ পরিবেশের মধ্যে জীবন যাপন করতে সাহায্য করো।
ত্রাণ বিলির অনুষ্ঠানে ভবতোষ বাবুর পুত্র প্রদীপ চৌধুরী,নবরঞ্জন চৌধরী,আশুতোষ চৌধরী ও রাজু চৌধরী হাতে হাত মিলিয়ে এই ত্রাণ কার্য সম্পন্ন করেন।বিশিষ্ট ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন অপর সমাজসেবী পরেশ চন্দ্র মহন্ত।