শহর ও গ্রামে করোনা নিয়ে স্ট্রিট গ্রাফিতি।অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলাপ্রশাসনের
1 min readশহর ও গ্রামে করোনা নিয়ে স্ট্রিট গ্রাফিতি।অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলাপ্রশাসনের
তুহিন শুভ্র মন্ডল করোনা সচেতনতা অভিযানে অভিনব ভাবনা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ।সকাল হতেই বাসস্ট্যান্ডে দেখা মিললো অনবদ্য শিল্প- কর্মের। চিত্র শিল্পী প্রফুল্ল বর্মন, অরবিন্দ সরকার,ধনঞ্জয় ঘোষ,শ্যামল দাস,পল্লব রায়, বাপ্পা চক্রবর্তী,সুরজিত বিশ্বাসরা রাত জেগে ফুটিয়ে তুললো এই অনিন্দ্যসুন্দর শিল্পিত ভাবনা।করোনার উপসর্গ কি কি, মানুষকে সচেতনতার বার্তা দিয়ে, মানুষের কাছে করোনা ভাইরাসের মোকাবিলায় আহ্বান জানানো
এই শিল্প- কর্ম বাসস্ট্যান্ড থেকে উঠে এল সোস্যাল মিডিয়া পেজে এবং মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন পেজে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে শহর ও জেলার বিভিন্ন জায়গায় যেমন বালুরঘাট বাসস্ট্যান্ড, সার্কিট হাউস ও সার্কিট হাউসের মাঝে,বাসস্ট্যান্ড ও ডানলপ মোড়ের মাঝে, পতিরাম রোটারিতে, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে, গঙ্গারামপুর চার মাথা ক্রসিং ও বুনিয়াদপুর তিন মাথা ক্রসিংয়ে দেখা যাবে এই অপূর্ব আলপনা শিল্প।দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল জানান ‘ করোনা সম্পর্কিত সচেতনতা অভিযানের জন্য এটা করা হয়েছে।এই লকডাউনের সময় নিজেদের ও
পরিবারকে রক্ষা করতে মানুষ যাতে বাড়িতে থাকে তার জন্য এই ভাবনা।করোনা রোগের উপসর্গ জানাতেও এই উদ্যোগ’।এদিকে তপনেরচকবলিরাম গ্রামেও স্থানীয় বাসিন্দা নীহার মাহালোতও করোনা
নিয়ে সেখানকার রাস্তায় এই স্ট্রিট গ্রাফিতি করেছেন।সঙ্গে ছিলেন ইলিয়াস সরকার, রাবিউল আহমেদ ও ভূবন ওঁরাও।নীহার জানান তারাও করোনা রোগ নিয়ে এবং তার মোকাবিলায় মানুষের করণীয় নিয়ে আমরা
সচেতন করতে চেষ্টা করেছি।প্রসঙ্গত উল্লেখ্য যে, এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা করোনার সংক্রমন থেকে দূরে আছে।যাদের যাদের নমুনা পাঠানো হয়েছিল সেগুলোও নেগেটিভ।ফলে জেলা প্রশাসনের এই ক্রমাগত উদ্যোগ এবং জেলাবাসীদের সচেতনতায় করোনা থাবা বসাতে পারবেনা এই আশাতেই আছে সবাই।