December 22, 2024

বালুরঘাটে লকডাউনে দুস্থদের হাতে চাল,আলু সহ খাদ্য সামগ্রী তুলে দিল অপর দুস্থ পরিচারিকা-

1 min read

বালুরঘাটে লকডাউনে দুস্থদের হাতে চাল,আলু সহ খাদ্য সামগ্রী তুলে দিল অপর দুস্থ পরিচারিকা-

তপন চক্রবর্তী–বালুরঘাট–দক্ষিণ দিনাজপুর–লকডাউনে যখন দক্ষিণ দিনাজপুর জেলার দুস্থ্যরা সরকারি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়ে বিনা পয়সায় খাদ্য দ্রব্য নিতে ব্যস্ত।সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চক ভৃগু গ্রামের এক পরিচারিকা লোকের বাড়িতে কাজ করেও ১১০ জন দুস্থ্যদের হাতে খাদ্য দ্রব্য তুলে দিয়ে

পরিচারিকা প্রতিমা মির্ধা জেলায় দৃষ্টান্ত স্থাপন করলো।শুক্রবারের এই বালুরঘাট শহরে চাঞ্চল্যের সৃষ্টি করে। হত দরিদ্র ঐ মহিলার এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সমাজের সকল স্তরের মানুষদের কাছে।দক্ষিণ দিনাজপুরের ভয়াবহ বন্যায় এক সময় প্রতিমা দেবীর স্বামী জলে ডুবে মারা যাবার পর অভাবের সংসারে একমাত্র ছেলেকে নিয়ে বোনের বাড়িতে প্রতিমা দেবী থাকেন। মাকে সাহায্য করে প্রতিমা দেবীর একমাত্র ছেলে রঙ মিস্ত্রির কাজ করে।বোনের ভাঙা বাড়ি ঠিক করবার জন্য মা ও ছেলে কিছু টাকা জমিয়েছিল।কিন্তূ সেই টাকা ঘর বানানোর পেছনে খরচ না করে সেই টাকা দিয়ে ১১০জন দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বিলি করেন।প্রতিমা দেবীকে প্রশ্ন করলে তিনি বলেন ঘর পরেও বানানো যাবে আগে কিছু দুস্থ্য মানুষদের খাবার ব্যবস্থা করে মানুষকে বাঁচানোর চেষ্টা করি তো।দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ একজন দুস্থ্য পরিচারিকার এই অভিনব উদ্যোগ দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *