মহিলাদের ভ্রাম্যমান সবজির দোকান ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়
1 min readমহিলাদের ভ্রাম্যমান সবজির দোকান ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়
দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবিলার জন্য লকডাউন চলছে।সব্জি বাজার,ওসুধেএ দোকান মুদির দোকান সহ গুরুত্বপূর্ণ পরিসেবা গুলি খোলা রাখা হয়েছে রাজ্য সরকারের নির্দেশে।
কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাছে সরকারি নিয়ম না মেনেই মানুষ দোকান বাজারে ভিড় জমাচ্ছে।মানুষ যাতে এক সাথে ভিড় সমাতে না পারে সেই কারনে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে হোম ডেলিভারো। এমনি চিত্র দেখা গেলো জেলা ইসলামপুরে।এলাকার মহিলা
ক্রেডিট কোপারেটিভ সোসাইটি লিমিটেড এর উদ্যোগে সমাবায়িকা মহিলা হাট এর পক্ষ থেকে ভ্রাম্যমান ন্যায্য মূল্যের বিভিন্ন ধরনের সব্জি বিক্রয় করা হচ্ছে সমবায়িকার ভ্রাম্যমাণ গাড়িতে ।বিভিন্ন ধরনের সব্জি পাওয়া যাচ্ছে
করোনা ভাইরাসের যে কারণে লকডাউন চলছে সেই লকডাউন থেকে সাধারণ মানুষ যাতে বাজার না যায় বাড়িতে বসে সব্জি কিনতে পারে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে তার জন্য এই উদ্যোগে ।ভ্রাম্যমান সব্জি ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে সমবায়িকা মহিলা হাট পক্ষ থেকে।সাধারণ মানুষ প্রশাসনের উদ্যোগে খুশি।