December 22, 2024

কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের জন্য কালিয়াগঞ্জ পৌরসভা অত্যাধুনিক পৌর বাস স্ট্যান্ড শীঘ্রই উপহার দিতে চলেছে

1 min read

কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের জন্য কালিয়াগঞ্জ পৌরসভা অত্যাধুনিক পৌর বাস স্ট্যান্ড শীঘ্রই উপহার দিতে চলেছে

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–উত্তর দিনাজপুর–করোনা নিয়ে যখন সারা দেশ টালমাটাল।তখন কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত করতে কালিয়াগজের ডায়নামিক ও তরুণতুর্কি পৌরপিতা কার্তিক পাল কালিয়াগঞ্জ পৌরবাসীর স্বপকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর।কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল তার দেওয়া প্রতিশ্রুতি পালন করার

দিকে এগিয়ে চলেছে।কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে নির্মিত অত্যাধুনিক বিবেকানন্দ পৌর বাসস্ট্যান্ড নির্মাণের কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছে।বর্তমানে বাস স্ট্যান্ডের ফিনিশিং টাচের কাজ চলছে।কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল জানান করোনাম প্রকাশ হটাৎ করে চলে আসায় কালিয়াগঞ্জের উন্নয়নের কাজ কিছুটা হলেও বিলম্বিত হবে।

এক প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বলেন এই অত্যাধুনিক পৌর বাস স্ট্যান্ড তৈরিতে আর্থিক সাহায্য যেমন রাজ্য সরকারের পরিবহন দপ্তর করছে তেমনি কালিয়াগঞ্জ পৌরসভার নিজস্ব ফান্ড থেকেও করা হয়েছে। তিনি বলেন এই সুন্দর বাস স্ট্যান্ডটি নির্মাণ করতে মোট ব্যায় হবে সাড়ে চার কোটি।পৌরপিতা বলেন বাস স্ট্যান্ডের নব্বই পার্সেন্টের উপর কাজ হয়ে গিয়েছে।বিদ্যুৎ ও জলের কাজ চলছে।সেটাও শেষের পথে।পৌরপিতা কার্তিক পাল বলেন করোনা

শেষ হলেই আমরা চেষ্টা করবো যাতে কালিয়াগঞ্জের নাগরিকদের দীর্ঘ দিনের স্বপ্ন বিবেকানন্দ পৌর বাস স্ট্যান্ডটি সাধারণ নাগরিকদের জন্য উৎস্বর্গ করা হবে বলে জানান।কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের প্রত্যাশা এবং সর্বময় ঈশ্বরের কাছে প্রার্থনা করোনার প্রভাব থেকে দেশের রাজ্যের এবং জেলার মানুষদের মুক্ত কর এবং কালিয়াগঞ্জ পৌরসভা যে অভাবনীয় উদ্যোগ নিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছে তা আবার দ্রুত গতিতে শুরু হয়ে যাক, সর্বস্তরের মানুষ আবার করোনার ভয়াবহতা থেকে মুক্ত হয়ে তাদের দৈনন্দিন কর্মজগতে ফিরে আসুক নুতন ভোরের সন্ধানে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *