October 23, 2024

কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জ পৌর শহরকে মহকুমা শহরের তকমা দেবার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে ব্যাবসায়ী সংগঠন দাবি জানাতে চলেছেন

1 min read

কালিয়াগঞ্জ শহরের উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জ পৌর শহরকে মহকুমা শহরের তকমা দেবার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে ব্যাবসায়ী সংগঠন দাবি জানাতে চলেছেন

তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রথম আসার কথা শোনা মাত্র কালিয়াগঞ্জ শহরের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।কারন একটাই পিছিয়ে পড়া কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য বেশ কিছু উন্নয়নের কথা বলবেন বলে সবাই আশায় বুক বেঁধে আছেন।শুধু এখানেই থেমে থেকেনি,কালিয়াগঞ্জের বণিক সমাজ তথা ব্যবসায়ী সমিতি কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে কালিয়াগঞ্জ কে মহকুমা শহরে উন্নত করবার জন্য জোরালো দাবি জানাবেন বলেও জানালেন কালিয়াগঞ্জ

 

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা।সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জ পকেট শহর হবার কারনে কালিয়াগঞ্জের ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য তলানিতে এসে ঠেকেছে।
কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য তখনি ঘুরে দাঁড়াতে পারে কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের শ্বার্থে যদি মাননীয়া মুখ্যমন্ত্রী রায়গঞ্জের মহকুমা শহরকে কালিয়াগঞ্জ মহকুমা শহরে রূপান্তরিত করতে পারেন।কারন রায়গঞ্জে যেহেতু উত্তর দিনাজপুর জেলার জেলা শহর আছে,তাই রায়গঞ্জ থেকে মহকুমা শহরকে কালিয়াগঞ্জে আনা হোক কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সুনীল সাহা বলেন কালিয়াগঞ্জের উন্নয়ন তখন থেকেই স্তব্ধ হয়ে আছে ১৯৯২ সালে যেদিন বামফ্রন্টের সাবেক পশ্চিমদিনাজপুরের নেতৃত্ব নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কালিয়াগঞ্জকে উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত করেছেন।বামফ্রন্ট সরকার কালিয়াগঞ্জ শহরকে চীর দিনের মত পঙ্গু করে দিয়েছে শুধু মাত্র নিজেদের উন্নয়নের কথা মাথায় রেখে।তারা কালিয়াগঞ্জের মানুষদের উন্নয়নের কথা মোটেও একবারের জন্য ভাবার অবকাশ পাননি।তাই রাজ্যের চতুর্দিকে যেভাবে এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে একমাত্র তিনিই কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে কালিয়াগঞ্জকে মহকুমা শহর নামক অক্সিজেন দিয়ে সব দিক দিয়েই বাঁচিয়ে তুলতে পারবেন বলে কালিয়াগঞ্জের ব্যবসায়ী মহলের সাথে কালিয়াগঞ্জের সর্বস্তরের জনগন মনে করেন। কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন এই ধরনের মহকুমা শহর দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপু রে আছে আমরা জানি।গঙ্গারামপুরের মহকুমা শহর যদি বুনিয়াদপুরে হতে পারে তাহলে রায়গঞ্জ মহকুমা শহর কালিয়াগঞ্জে না হবার কোন কারন আছে বলে মনে হয়না।এ ব্যাপারে কালিয়াগঞ্জের ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা তৃণমূলের রাজ্য সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষকে জানালে অসীম ঘোষ বলেন।আপনারা ব্যবসায়ী মহল রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতেই পারেন।এ ব্যাপারে তিনি কোন কথা বলতে পারবেন না। কারন এই ব্যাপারটি সম্পুর্ন উচ্চ লেভেলের প্রশাসনিক ব্যাপার।[কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির কর্নধার সুনীল সাহা বলেন তাদের সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জের নব নির্বাচিত বিধায়ক তপন দেব সিংহ এবং কালিয়াগঞ্জ পৌর সভার ডাইনামিক তথা কালিয়াগঞ্জের উন্নয়নের কান্ডারী পৌরপিতা কার্তিক পালের কাছেও তারা এই দাবি রাখছেন বলে জানান।তিনি বলেন কালিয়াগঞ্জের পৌর পিতা কালিয়াগঞ্জ শহরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে তা এক কথায় অভূতপূর্ব।কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জ পৌর শহরের জন্মের পর থেকে এই ধরনের উন্নয়নের কর্মকান্ড কেও যে দেখেনি তা আট থেকে আশি বছরের যে কোন নাগরিক নির্দ্বিধায় বলতে পারবে।তাই এই উন্নয়নের সাথে যদি কালিয়াগঞ্জ পৌর শহরকে মহকুমা শহরে উন্নত করা যায় তাহলে কালিয়াগঞ্জ শহর প্ৰকৃতই একটি উন্নত শহরের মর্যাদা পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *