কালিয়াগঞ্জ শহরে দিনে দুপুরে মহিলার গলা থেকে হার ছিনতাই করে দুই যুবক বাইক করে পালিয়ে গেল-
1 min readকালিয়াগঞ্জ শহরে দিনে দুপুরে মহিলার গলা থেকে হার ছিনতাই করে দুই যুবক বাইক করে পালিয়ে গেল-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-(উত্তর দিনাজপুর)–বুধবার প্রকাশ্য দিবালোকে এক বয়স্ক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে দুই যুবক নিঃশব্দে পালিযে গেলেও এখনো তারা অধরা।জানা।যায়।বুধবার দুপুরে কালিয়াগঞ্জ শহরের পুরানো সাব রেজিস্ট্রি অফিসের পাশে কালিয়াগঞ্জের প্রয়াত প্রাক্তন বিধায়ক অধ্যাপক প্রমথ নাথ রায়ের বাড়ীর সামনে বুধবার অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেখা চৌধুরী কোন একটি বাড়িতে যাবার
পথে দুই বাইক আরোহী রেখা দেবীকে বাইকে চেপেই জিজ্ঞাসা করে কাকিমা অমুকের বাড়ি কোথায় বলতে পারেন?রেখা দেবী তার উত্তর দিতে না দিতেই রেখা দেবীর গলা থেকে টেনে হারটি ছিনতাই করে দুই বাইক আরোহী নিমেষের মধ্যে উধাও হয়ে যায়।চিৎকার চেঁচামেচি করতে করতে রেখা দেবী পুরাতন সাব রেজিস্ট্রি অফিসের সামনে দেখতে পান একটি মিষ্টির দোকানে কালিয়াগঞ্জের পৌরপিতা কার্তিক পাল এবং তৃণমূলের রাজ্য সম্পাদক তথা জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ ঘটনা শুনেই কালিয়াগঞ্জ থানায় ফোন করতেই পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে।কিন্তূ পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সমর্থ হয়নি।কালিয়াগঞ্জ শহরে বেশ কিছু দিন এই ধরনের ঘটনা না ঘটলেও গত কয়েকদিনের মধ্যে দুটি ঘটনা ঘটায় কালিয়াগঞ্জ শহরের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের ছায়া নেমে এসেছে।