শারীরিক প্রতিবন্ধী হয়েও হার মানতে চাননা রসাখোয়া হাই স্কুলের ছাত্রী সুনিতা রায়
1 min readশারীরিক প্রতিবন্ধী হয়েও হার মানতে চাননা রসাখোয়া হাই স্কুলের ছাত্রী সুনিতা রায়
প্রদীপ সিনহা।।। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী রাসাখোয়া হাইস্কুলে অন্ধ প্রতিনিধি পরীক্ষা দিলেন । সাবধান ইস্কুলের ছাএরী সুনিতা রায় পরীক্ষার সেন্টার রাসাখোয়া হাই ইস্কুলে ।
সুনিতা জানিয়েছেন আমি অন্ধ দেখতে পাই না আমাকে পরীক্ষা দিতে সাহায্য করছে আমার বোন। আমি বোন কে উত্তর টা বলে দী বোন সেটা শুনে লিখে দে। এবং আমরা খুব গরিব বাবা মা জমিতে কাজ করে আমাকে পরাছে। পরীক্ষা ভালো দিয়েছি। পরা শুনা আরে ভবিষ্যতে ইস্কুলের শিক্ষিকা হতে চাই। সরকার যদি সাহায্যে করে খুব ভালো হয় এবং আমার পরা শুনা করতে আগ্রহী জাগবে এবং আমি আরো পরতে চাই।
শিক্ষা মন্ত্রী কাছে আমার অনুরোধ যদি আমাকে সাহায্য করে। আমি আজকে অনেক কস্ট করে পরীক্ষা দিতে আসলাম ভুড ভুডিতে করে। পয়সার জন্য টিউশন পড়তে পারি না বোন পরে
আমি শুনে শুনে মনে রেখে আজকে পরীক্ষা দিলাম । রাসাখোয়া ইস্কুলের প্রধান শিক্ষক অরুণ ঘোষ জানিয়ে ছেন সুনিতা খুব ভালো ছাএরী পরীক্ষা দিয়েছে। সাহায্য করলে ভালো হয়। আমি জতটুকু পারি সাহায্য করবো এবং পাশে আছি ।