বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠা দিবস পালন-
1 min readবিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠা দিবস পালন-
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করলো।সকালে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির অফিসে প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করে।
সারাদিন নানান ধরনের খেলা ধুলা অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে সংস্থার খুদে ফুটবলারদের নিয়ে একটি মশাল মিছিলের আয়োজন করা হয় ।মশাল মিছিলের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায়।এর পর মশাল মিছিলটি সারা শহর পরিক্রমা করে
কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়।কালিয়াগঞ্জ পৌর সভার উপ-পৌরপিতা বসন্ত রায় বিবেকানন্দ মোড়ে তার ভাষণে বলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি বিগত এক বছরের মধ্যে কালিয়াগঞ্জ এলাকার খুদে পড়ুয়াদের নিয়ে যে ভাবে ফুটবলের কোচিং দিচ্ছে তা অভিনন্দন যোগ্য।
কালিয়াগঞ্জ পৌর সভা এই ধরনের কাজে সবসময় তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ বলেন তাদের সংস্থার বয়স মাত্র এক বছর।কিন্তু এই এক বছর সময়ের মধ্যে তাদের সংস্থা কালিয়াগঞ্জের ফুটবল খেলার উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলছে।সবার সহযোগিতা পেলে তাদের ফুটবল একাডেমি এই এলাকার ফুটবল খেলার উন্নয়ন করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সহ-সভাপতি জয়ন্ত ব্যানার্জী,সদস্য ইজাবুল হক,গৌতম ঘোষ,কুন্তল সরকার ,অজয় কুমার গুহ এবং সুশান্ত চৌধরী।