প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সরকারিভাবে নাটক প্রতিযোগিতা-
1 min readপ্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সরকারিভাবে নাটক প্রতিযোগিতা-
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা সরকারি ভাবে কোনও নাটক প্রতিযোগিতায় অংশ নিল।ইসলামপুর দক্ষিণ চক্রের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা দীর্ঘ অনুশীলনের পর মহাত্মা গান্ধীর জন্ম সার্ধ শতবর্ষকে সামনে রেখে গান্ধীজির জীবন ও নানান কর্মসূচি নিয়ে অভিনয় করলো বিভিন্ন আঙ্গিকের নাটকে।পঠন পাঠনের পাশাপাশি অভিনয়েও যে ওরা কতটা ঋদ্ধ সেই ছাপ যেন ওরা রেখে গেল নিভৃতে।সরকারি ভাবে ক্ষুদে পড়ুয়াদের প্রতিভা অন্বেষণের জন্য
এই কর্মসূচি যে সার্থক তা সকলের উদ্দীপনা দেখলেই পরিষ্কার।বুধবার স্থানীয় মাটিকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিদর্শক বেল্লাল হোসেন। শিশুদের নাট্য চর্চায় উদ্বুদ্ধ করতেই সরকারি ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।নৃত্য মঞ্জরী নৃত্য সংস্থার দ্বারা পরিবেশিত সমবেত উদ্বোধনী নৃত্য বেশ সুন্দর।প্রায় প্রতিটি নাটকে শিশুদের সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয় মুদ্ধ করে সবাইকে। ছোটদের নাটক বিভাগে প্রথম হয় শ্রীকৃষ্ণপুর জুনিয়র বেসিক স্কুলের টিম এবং দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে মাটিকুন্ডা প্রাথমিক বিদ্যালয় এবং বৈর বাড়ি প্রাথমিক বিদ্যালয়। এদিন অন্যান্য বিভাগে ছিল কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতাও। নাটকের বিচারকের দায়িত্বে ছিলেন সুশান্ত নন্দী ও রাধেশ্যাম দে সরকার এবং কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতার বিচারক ছিলেন জয় প্রকাশ দাস ও উদয় চাকি।বিদ্যালয় পরিদর্শক বেল্লাল হোসেন জানান, রাজ্য সরকারের উদ্যোগে এই এ কর্মসূচিতে উদ্বুদ্ধ পড়ুয়ারা। পড়ুয়াদের প্রতিভার অন্বেষণে এ ধরনের কর্মসূচি প্রয়োজন।