দেশাত্ববোধকে জাগ্রত করতে উই দ্য সিটিজেনের পুলওয়ামার বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি
1 min readদেশাত্ববোধকে জাগ্রত করতে উই দ্য সিটিজেনের পুলওয়ামার বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি
তপন চস্ক্রাবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বাস স্টান্ডে উই দ্য সিটিজেন নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কচিকাঁচাঁদের মধ্যে দেশাত্ম বোধকে জাগ্রত করতে একটি দেশাত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠসনের আয়োজন করে। সাংস্কৃতিক পর্বে নৃত্যে মধুরিমা সরকার ও সম্রাজ্ঞী সরকার মূলত দেশাত্মবোধকে জাগিয়ে তুলতে
দেশাত্ব বোধক নৃত্য পরিবেশন করেন। একাধিক শিশু এদিন আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বিশ্বরূপ বিশ্বাস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্থার তরফে দ্বীপ জ্যোতি শেঠ জানান, দেশের বীর শহীদদের শ্রদ্ধা জানাতেই তাদের এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। অঙ্কন প্রতিযোগিতায় সফল প্রতিযোগী ও প্রতিযোগীদের বাস টার্মিনাসের মঞ্চে পুরস্কার প্রদান করা হয়।এই ধরনের দেশাত্ব বোধক অনুষ্ঠান করার জন্য ইসলামপুরের সাধারণ মানুষ সমাজকল্যাণ সংস্থা উই দ্য সিটিজেনকে ধন্যবাদ জানায়।