পৌরভোটকে সামনে রেখে কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী আসছেন ৩রা মার্চ, জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু–
1 min readপৌরভোটকে সামনে রেখে কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী আসছেন ৩রা মার্চ, জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)--ভোট বড় বালাই।কিছুদিন পূর্বেই কালিয়াগঞ্জের বিধান সভার উপ-নির্বাচন হয়ে গেল।আবার আগামী এপ্রিল মাসের শেষ দিকে পৌর ভোট হতে যাচ্ছে।তাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ৩রা মার্চ কালিয়াগঞ্জে আসছেন পূর্বের দেওয়া প্রতিশ্রুতি
অনুযায়ী।কালিয়াগঞ্জ বাসীকে আশ্বস্ত করা হয়েছিল যদি তৃণমূলের প্রার্থী তপন দেব সিংহকে কালিয়াগঞ্জ বাসী আশীর্বাদ করে তাহলে কালিয়াগঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আনা হবে এবং তিনিই কালিয়াগঞ্জে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের প্রকল্প ঘোষণা করবেন। মঙ্গলবার খবর আসে কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী আসছেন আগামী ৩রা মার্চ।সেই উপলক্ষে কালিয়াগঞ্জের পৌর পিতাকে নিয়ে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার এবং পুলিশ সুপার সুমিত কুমার বিকেলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক এবং প্রকাশ্য জন সভা কোন মাঠে হবে তা নিয়ে কালিয়াগঞ্জের কলেজ মাঠ পরিদর্শন করে।সময় একদম কম থাকায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা।
জানা যায় কলেজ মাঠেই মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে।জেলা প্রশাসন সূত্রে জানা যায় কালিয়াগঞ্জে একদিকে যেমন প্রশাসনিক বৈঠক হবে পাশা পাশি মুখ্যমন্ত্রী একটি জনসভায় বক্তব্যও রাখবেন।বলে জানা যায়।কালিয়াগঞ্জ বাসী অনেক আশা নিয়ে বুক বেঁধে আছে মুখ্যমন্ত্রী এবার কালিয়াগঞ্জের সাধারণ মানুষের উন্নয়নে বেশ কয়েকটি উন্নয়ন মূলক কাজের কথা ঘোষণা করবেন।মাঠ পরিদর্শনের সময় জেলা শাসক অরবিন্দ কুমার মিনার সাথে ছিলেন জেলার পুলিশ সুপার সুমিত কুমার পৌরপিতা কার্তিক।পাল এবং রায়গঞ্জের মহকুমা শাসক অর্ঘ রায় সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিকগন।