উত্তর দিনাজপুর জেলা কালেক্টরেট এমপ্লইজ ক্লাবের ক্রিকেট লিগে কালিয়াগঞ্জ ব্লক অফিস সেমি ফাইনালে পৌছালো
1 min readউত্তর দিনাজপুর জেলা কালেক্টরেট এমপ্লইজ ক্লাবের ক্রিকেট লিগে কালিয়াগঞ্জ ব্লক অফিস সেমি ফাইনালে পৌছালো
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর)–উত্তর দিনাজপুর জেলা কালেক্টরেটের এমপ্লইজ বিক্রিযেশন ক্লাবের অফিস ক্রিকেট লিগে কালিয়াগঞ্জ ব্লক অফিস সেমিফাইনালে পৌছালো।জানা যায় কালিয়াগঞ্জ ব্লক অফিস এ ডি এম (জি) একাদশকে ৭ উইকেটে হারিয়ে দেয়।প্রথমে এ ডি এম(জি)
একাদশ টসে জিতে ব্যাট করতে নেমে ৮উইকেট হারিয়ে ৯৯রান করে।জবাবে কালিয়াগঞ্জ ব্লক ৩ উইকেটে ১০৪ রান করে।কালিয়াগঞ্জ ব্লক ৭ উইকেটে জয়ী হয় ।সর্বোচ্চ ৪১ রান করে কালিয়াগঞ্জ ব্লকের দেবোত্তম চক্রবর্তী।রবিবার কালিয়াগঞ্জ ব্লক উত্তর দিনাজপুর জেলা পরিষদ একাদশকে ৪৮ রানে
পরাজিত করে বলে জানা যায়।উত্তর দিনাজপুর জেলা কালেক্টরেট এমপ্লইজ রিক্রি যেশন ক্লাবের উদ্দ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় যে অফিস ক্রিকেট লিগ শুরু হয়েছে তাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা কর্ম চারীদের মধ্যে।আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে বলে জানা যায়।