October 23, 2024

মুর্শিদাবাদ জেলায় গড়া হবে ডুবুরি বাহিনী

1 min read

বহরমপুর:(বর্তমানের কথা) দৌলতাবাদের বাস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে  এবার মুর্শিদাবাদ জেলায় গড়া হবে ডুবুরি বাহিনী। জেলা প্রশাসন এই পরিকল্পনা নিয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি সেতুর কাছে ওয়াচ টাওয়ার, স্পিড ব্রেকার বসানো এবং সেতুর রেলিংগুলি আরও মজবুত করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। তারা এব্যাপারে সমীক্ষা শুরু করেছে। জেলাশাসক পি উলগানাথন বলেন, ডুবুরি বাহিনী গড়া সহ বিপর্যয় ব্যবস্থাপনা টিম আরও চাঙ্গা করা হবে। এছাড়া, বিভিন্ন সেতুর উপর নজরদারি চালাতে আরও একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।সোমবার সকালে দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকায় নলিনী বাগচি সেতু থেকে ৬০ফুট নীচে ভাণ্ডারদহ বিলের জলে এনবিএসটিসির বাস পড়ে গিয়ে ৪৪জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরের দিন মঙ্গলবার জেলাশাসক পুলিস সুপার মুকেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে জেলার বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে দপ্তরের অধীনে ১২০০ স্বেচ্ছাসেবক, দুটি স্পিডবোট, লাইফ জ্যাকেট, বিভিন্ন সরঞ্জামে সাজানো রেসকিউ ভ্যান রয়েছে। মূলত ওই ভ্যানের মাধ্যমে প্রবল ঝড়, বৃষ্টি বা বন্যার পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। কিন্তু, নদীতে কিংবা বিলের জলে বাস, লরি পড়ে গেলে তা উদ্ধার করার মতো কোনও ব্যবস্থা নেই। অথবা বন্যা বা কোনওভাবে নদীতে, পুকুরে কেউ ডুবে গেলে তাকে চটজলদি উদ্ধার করার কোনও উপায় নেই। তাই জেলায় ডুবুরি বাহিনী গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *