October 23, 2024

স্বপ্নে সুখ শ্মশানে শান্তি এই ধ্রুব সত্য কথাকে বাস্তবায়িত করতে পৌরপতি কার্তিক পালের উদ্যোগ মজলিশপুরে নতুন শ্মশান ঘাট নির্মান হতে চলছে

1 min read
  

তন্ময় চক্রবর্তী  উত্তর দিনাজপুর :-  স্বপ্নে সুখ শ্মশানে শান্তি এই ধ্রুব সত্য কথাকে বাস্তবায়িত করতে এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা শহরের বাসিন্দাদের আর একটি নতুন শ্মশান ঘাট উপহার দিতে চলছে আগামী মার্চ মাসের মধ্যে ।এক সাক্ষাত্কারে একথা জানালেন  কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র  পাল।তিনি বলেন কালিয়াগঞ্জ মজলিশপুরে এক কোটি টাকা ব্যাযে এই শ্মশান ঘাট তৈরি হতে  চলেছে।পশ্চিমবঙ্গ পৌরবিষযক দপ্তর থেকে ইতিমধ্যে কোটি টাকা চলে এসেছে কালিয়াগঞ্জ পৌরসভার কাছে ।খূব শীঘ্রই টেন্ডার ডেকে এই শ্মশান ঘাটের কাজ শুরু হযে যাবে।পৌরপতি বলেন যে ভাবে কালিয়াগঞ্জ শহরের দিনের পর দিন জনসংখ্যা বাড়ছে তাতে একটি শ্মশান ঘাটে খুব অসুবিধা দেখা যাচ্ছিল ।তাই মানুষের কথা মাথায় রেখে এই নতুন  শ্মশান ঘাটের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।কার্তিক পাল আরো বলেন খুব শীঘ্রই কালিয়াগঞ্জ এর শ্রীমতি শ্মশান  ঘাট ও বুডি পুকুর শ্মশান ঘাটের ও অমূল সংস্কার করা হবে সাধারণ মানুষের স্বার্থে ।চেষ্টা করা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে আগামী দিনে যাতে শ্মশান ঘাটের বৈদ্যতিক  চুল্লির ব্যাবস্থা করা যায় তার জন্য ।আশা করা যায় সেই প্রচেষ্টাও আগামী দিনে যাতে সার্থক হবে।পৌরপতি আরো বলেন কালিয়াগঞ্জে শ্রীমতি শ্মশান ঘাটে বর্ষার দিন সত্কাজ করতে গেলে ভীষণ অসুবিধা দেখা যায় সাধারণ মানুষদের কারণ নদী পাশে থাকায় শ্মশান ঘাটটি নীচু হওযায সেখানে জল জমে যায়  । এবারে সেই অসুবিধা দূর করতে পৌরসভা উদ্যোগী হয়েছে ।পৌরপতি বলেন শ্রীমতি ও বুডিপুকুর অবস্থিত শ্মশান ঘাট টি সৌন্দর্যযান করতে বিভিন্ন ধরনের ব্যাবস্থা নেওয়া হয়েছে ।এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার এই উদ্যোগ কে সাধুবাদ জানান প্রাক্তন পৌরসভার পৌরপতি অরুণ কুমার দে সরকার।তিনি বলেন পৌরসভা যদি এই ভাবে কাজ করে তবে তিনি বিরোধী দলের নেতা হলেও তার বিরোধীতার কোন প্রশ্ন আসে না।অরুণ বাবু বলেন শ্মশান ঘাটের উন্নয়ন খুব জরুরী ছিল।আর মানুষের সেই চৃহিদার কথা মাথায় রেখে পৌরপতি কার্তিক পাল যে উদ্যোগ নিচ্ছেন তা প্রশংসার যোগ্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *