১০ টাকা নিয়ে বিবাদের ফলে বন্ধুর মারে হত যুবক
1 min readমুম্বাই (বর্তমানের কথা) : খাবারের দাম ১০ টাকা চাওয়ায় বন্ধুর হাতে খুন হতে হল এক যুবককে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পওয়াই অঞ্চলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
পওয়াইয়ের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অনিল পোফালে জানিয়েছেন, বুধবার বিকেলে খুন হওয়া যুবক দীনেশ লক্ষ্মণ জোশী (৩০) ও তাঁর বন্ধু জীবন মোরে (৩৫) পওয়াইয়ের সাই বাঙ্গুরদা গ্রামে মদ্যপান করেন। এরপর স্থানীয় একটি হোটেল থেকে দু’জনের জন্য খাবার কিনে আনেন দীনেশ। তিনি খাবারের দাম ভাগ করে নেওয়ার জন্য ১০ টাকা চাইতেই রেগে গিয়ে একটি লাঠি দিয়ে মারতে শুরু করেন জীবন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দীনেশকে। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়।