October 24, 2024

এক নজরে দেখে নিন উত্তর দিনাজপুর জেলা কী নতুন কী পেতে চলেছে

1 min read


তন্ময় দাসবর্তমানের কথা, হেমতাবাদ,(উত্তর দিনাজপুর) বৃহস্পতিবার কর্ণোজোড়া সার্কিট হাউসথেকে বেড়িয়ে হেমতাবাদ থানা মাঠে সরকারি জনসভায় যোগ দেবেনমুখ্যমন্ত্রী সেখানে জেলায়নতুন ২৮ টি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন তিনি পাশাপাশি উপভোক্তাদের সরকারি সাহায্য নিজে হাতেতুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়


                                           এক নজরে দেখে নিন কী নতুন কী পেতে চলেছে জেলাঃ

>ইটাহার ব্লকপোরষা কর্মতীর্থশিলান্যাস> হেমতাবাদ রায়গঞ্জ ব্লকের ঠাকুরবাড়িবিন্দোল রাস্তা মজবুতিকরণের শিলান্যাস>ইসলামপুর ব্লকের আফজলচক থেকে রামপুর হয়ে রুহিয়া কারকবস্তি পর্যন্ত পাকা রাস্তা নির্মান > চোপড়াব্লককুন্দলপুকুর কর্মতীর্থশিলান্যাস> গোয়ালপোখর ব্লকেররামপুরচাকুলিয়া রাস্তা মজবুতিকরণের শিলান্যাস> রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জ পলিটেকনিকে ৬০ শয্যা বিশিষ্ট মহিলাআবাসনের শিলান্যাস>ইটাহার ব্লকের গুলন্দর মিলনপাড়া থেকে বরডাঙ্গী ঘাট পর্যন্ত পাকা রাস্তার শিলান্যাস>গোয়ালপোখর ব্লকের পারুল কর্মতীর্থশিলান্যাস >হেমতাবাদ ব্লকের থানা সংলগ্নসেফ ড্রাইভসেভ লাইফথিম পার্কের শিলান্যাস১০>ইটাহার ব্লকে ১০০০মেট্রিক টন খাদ্যমজুতযোগ্য গুদামের শিলান্যাস১১>রায়গঞ্জ ব্লকে দেবীনগর থেকেহাতিয়া পর্যন্ত পাকারাস্তা নির্মানের শিলান্যাস১২>করণদিঘী ব্লকে হাড়ভাঙা হাই মাদ্রাসা ছাত্রীদের হোস্টেল নির্মাণের শিলান্যাস১৩>ইসলামপুর ব্লকে ২০০০মেট্রিক টন খাদ্যমজুতযোগ্য গুদামের উদ্বোধন১৪>গোয়ালপোখর ব্লকের শিরশিসিনিয়ার মাদ্রাসায় হোস্টেল নির্মাণের শিলান্যাস১৫>করণদিঘী ব্লকে এন এইচ ৩৪ সরসারবস্তিডালখোলা মিউনিসিপ্যালিটি রাস্তার মজবুতিকরণের শিলান্যাস১৬>গোয়ালপোখর ব্লকেগোদাহাট থেকে পারতাপুর পর্যন্ত নতুন পাকারাস্তা নির্মাণের উদ্বোধন১৭>ইটাহার ব্লকের বৈদড়া আদিবাসী জনকল্যান উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ উন্নয়নের শিলান্যাস১৮>ইটাহার ব্লকের গুটলুপ্রশিক্ষণ কেন্দ্র ময়দানের উন্নতিকরণ সম্মুখ রাস্তা নির্মাণের শিলান্যাস১৯>ইটাহার ব্লকের এনএইচ ৩৪ থেকে হাসুয়া হয়ে বেলুল পর্যন্ত পাকারাস্তা নির্মানের শিলান্যাস২০>গোয়ালপোখর ব্লকে চাকুলিয়া হাই স্কুলে ছাত্রীদের জন্য হোস্টেল বিল্ডিং নির্মানের শিলান্যাস২১>ইটাহার ব্লকের বৈদড়া আদিবাসী জনকল্যান উচ্চ বিদ্যালয়ে মিনি ইন্ডোর স্টেডিয়াম নির্মানের শিলান্যাস২২>ইটাহার ব্লকের পাড়াহড়িপুরে সুই নদীর উপর সেতু২৩>উত্তর দিনাজপুর জেলায় ৩৫ টি নতুনঅঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের শিলান্যাস২৪>রায়গঞ্জ ব্লকের মহারাজাভাটোল রাস্তার মজবুতিকরণের উদ্বোধন২৫>গোয়ালপোখর ব্লকে হলুদপ্রস্তুতিকরণ প্যাকেজিং কেন্দ্রের শিলান্যাস২৬>কালিয়াগঞ্জ ব্লকেকালিয়াগঞ্জকুনোরহাট রাস্তায় পাকাসেতুর শুভ উদ্বোধন২৭>ইটাহার ব্লকের পাড়াহড়িপুরে সুই নদীর উপর সেতুরদুই প্রান্তে রাস্তা নির্মাণের শিলান্যাস সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করতে পারেনমুখ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *