December 5, 2024

দেশের মধ্যে কমপক্ষে ছ’লক্ষ শিশু মারা যায় প্রতি বছর জন্মের ২৮ দিনের মধ্যে ভারতে প্রতি বছর দাবি ইউনিসেফের

1 min read


                  

ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে স্বাস্থ্যব্যবস্থায়ভারতেরপ্রকৃতচিত্রউঠেএল দেশের মধ্যে কমপক্ষে লক্ষ শিশু মারা যায় প্রতিবছরজন্মের২৮দিনেরমধ্যেনিরাময়যোগ্য বলে দাবি ইউনিসেফের  মৃত্যুর কারণসিরিয়াসহলেও ৮০ শতাংশ ক্ষেত্রে এই সব মৃত্যু রদ করা সম্ভব কিন্তু তা সত্ত্বেও কেন আটকানো সম্ভব হচ্ছে না, সেটাই এখন প্রশ্ন 
                 
                  

এর পিছনে সরকারি সদিচ্ছার অভাব, না কি স্বাস্থ্য ব্যবস্থার অস্বাস্থ্যকর হালই দায়ী? প্রশ্ন একাধিকএকইসঙ্গে তাদের দাবি, শিশুমৃত্যুর হিসেবে পাকিস্তান হল সবথেকে বিপজ্জনক রাষ্ট্র এখানে প্রতি এক হাজার নবজাতকের মধ্যে ৪৬টিই মারা যায় একই হাল আফগানিস্তানের 

                  

পাশাপাশি, ইউনিসেফ জানিয়েছে, শিশুদের জন্য এই মুহূর্তে সবথেকে নিরাপদ স্থান জাপান, সিঙ্গাপুর এবং আয়ারল্যান্ড এখানে গত কয়েক বছরে শিশুমৃত্যু উল্লেখযোগ্যভাবেকমেগিয়েছে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের মধ্যে শিশুমৃত্যুর তালিকায় শীর্ষ দেশগুলির মধ্যে আছে ভারত এই সব খারাপের মধ্যে ভালো ব্যাপার হল, এদেশে পাঁচ বছর বয়সের শিশুর মৃত্যু এখন উল্লেখযোগ্যভাবেকমেছে বিশ্বের ১৮৪টি দেশের নবজাতকের মৃত্যুর হার নিয়ে সমীক্ষা হয়েছিল এক হাজার শিশুর মধ্যে প্রতি একজনের মৃত্যুর তালিকায় ভারতের স্থান এখন ৩১ নম্বরে এক বছর আগে নবজাতকের মৃত্যুর তালিকায় ভারতের স্থান ছিল ২৮ নম্বরে মেডিক্যাল সায়েন্স বলছে, জন্মের পর আগামী ২৮ দিন যে কোনও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মের এক মাসের মধ্যে নানা ধরনের রোগ হানা দেয় সমগ্র বিশ্বের হিসেব অনুযায়ী, প্রতি এক হাজার নবজাতকের মধ্যে ১৯টি শিশু মারা যায় ইউনিসেফ জানাচ্ছে, ২০১৬ সালে সমগ্র বিশ্বে কোটি ৬০ লক্ষ শিশু জন্মের এক মাসের মধ্যে মারা গিয়েছে এর মধ্যে অধিকাংশ প্রথমদিনেই মারা যায় বাকিগুলি এক সপ্তাহের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে শিশুমৃত্যুর কারণ সংক্রমণ বলে রাষ্ট্রসঙ্ঘের শিশু বিভাগ দাবি করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *