October 24, 2024

১২টি টিম তৈরি করে পুলিস তদন্ত শুরু করেছে হেমতাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে এক যুবতীর উঠে পড়ার ঘটনায়

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67


বর্তমানের কথা।   ১২টি টিম তৈরি করে পুলিস তদন্ত শুরু করেছে হেমতাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে এক যুবতীর উঠে পড়ার ঘটনায়  ঘটনার দিন অত্যন্ত পরিকল্পিতভাবেই ওই দুই যুবতী সভামঞ্চের দিকে যায় ,জানা গিয়েছে রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের ছাগলকাটি গ্রামের বাসিন্দা ওই দুই বোন বিভিন্ন সময়ে পুলিসকে বিভিন্নরকম তথ্য দিচ্ছে তদন্তকারীরা তাদের কথায় প্রচুর অসঙ্গতিও খুঁজে পাচ্ছে মালদহ গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রীর সভায় দুই বোন যে উপস্থিত ছিলেন সেবিষয়ে অফিসাররা একপ্রকার নিশ্চিত এদের পিছন থেকে কেউ উস্কে ছিল কি না, তাও পুলিস খতিয়ে দেখছে ঘটনার পর থেকে পুলিস গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা দফায় দফায় হেমতাবাদে আসেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিসি ঘেরাটোপে থাকা ওই দুই বোনকেও তাঁরা জিজ্ঞাসাবাদ করে যান ওই দুই যুবতী তথা দুই বোন রাবেয়া আসনুরা খাতুন সভামঞ্চের সামনে ডি জোন লাগোয়া ডিআইবি জোনের বাইরে ছিল কিন্তু হঠাৎই তারা বাঁশের কর্ডনের নীচ দিয়ে ডি জোনে ঢুকে পড়ে এরপরেই তাদের একজন মঞ্চের বাঁ দিকে চলে যায় অন্যজন ডান দিক দিয়ে মঞ্চে উঠে পড়ে  তদন্তকারী অফিসাররা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে পড়ে যায় উত্তর দিনাজপুরের পুলিস সুপার শ্যাম সিং বলেন, আমরা কোনও কিছুই সন্দেহের ঊর্ধ্বে রাখছি না একাধিক টিম করে তদন্ত শুরু হয়েছে রাবেয়া আসনুরার অপর এক বোন সাবিনুর খাতুন শনিবার বলেন, ওরা যেভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল সেটি সঠিক পদ্ধতি ছিল না সরকারি পদ্ধতি মেনেই ওদের মঞ্চে যাওয়া উচিত ছিল আমি ওদের বিষয়ে কথা বলার ন্য এদিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তাঁকে পাইনি অমলবাবু বলেন, আমি কলকাতায় আছি উনি পর
এলে কথা বলব ওই দুই বোনের মধ্যে একজন কলেজে পড়াশুনা করলেও কেন তিনি স্কুল পোশাকের মতো লালপাড়ের সাদা শাড়ি পরেছিলেন সেটিও পুলিস খতিয়ে দেখছে ঘটনার পরে তদন্তকারী অফিসারদের তাঁরা যা বলছেন তাতে অনেক অসঙ্গতি পাওয়া যাচ্ছে 
প্রসঙ্গত, গতবৃহস্পতিবারহেমতাবাদেরাবেয়া আসনুরা খাতুন নামে ওই দুই বোন মুখ্যমন্ত্রীর কাছাকাছি পৌঁছতে গিয়ে সব প্রটোকল ভেঙে দেয় এমনকী রাবেয়া মঞ্চেও উঠে পড়ে যদিও আসনুরাকে নিরাপত্তারক্ষীরাআটকেদেন মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে পড়া রাবেয়ার কথা শোনেন পরে তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তারা এখন কড়া পুলিসি নজরদারিতে রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *