October 23, 2024

উত্তরবঙ্গ জুড়ে শাসকদল তৃণমূলের ব্যস্ততা এখন তুঙ্গে

1 min read
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্বে উত্তরবঙ্গ
জুড়ে শাসকদল তৃণমূলের ব্যস্ততা এখন তুঙ্গে। জেলায় জেলায় ত্রিস্তরীয় নির্বাচনে
শাসকদলের প্রার্থী হতে চেয়ে নেতাদের বাড়িতে
, পার্টি অফিসগুলিতে ভিড় উপচে
পড়ছে। এর ঠিক বিপরীত চিত্রই ধরা পড়ছে বিরোধী শিবিরে। তুলনায় দু-একটি ব্যতীক্রম
ছাড়া কংগ্রেস
, সিপিএম বা বিজেপি পার্টি অফিসগুলিতে ভিড় নেই
বললেই চলে। এদিকে ব্লক অফিসগুলিতেও মনোনয়নপর্বকে ঘিরে পুলিস ও প্রশাসনের জোর তৎরতা
শুরু হয়েছে। সর্বত্রই ব্লক অফিসগুলিতে বিশাল পুলিস বাহিনী মোতায়েন থাকছে। রাজনৈতিক
মহলের মতে
, নির্বাচনী লড়াইয়ের প্রথম পর্বে অনেক
স্বস্তিতে রয়েছে শাসকদল। আর উদ্বেগ
, উৎকণ্ঠা পিছু ছাড়ছে না
বিরোধীদের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর দিনাজপুরেও শাসকদলেরই রমরমা। সেখনে তৃণমূলের বাড়তি সমস্যা হয়েছে জেলা
পরিষদের আসন নিয়ে। সেখানে বর্তমান বোর্ডের একাধিক পদাধিকারী সংরক্ষণের কোপে
নিজেদের আসনে দাঁড়াতে পারেছেন না। তাঁদের অন্যত্র পুনর্বাসন দেওয়া নিয়েও সমস্যা
দেখা দিয়েছে। বামেরা এখনও আলোচনার টেবিলেই বাধা হয়ে আছে। বিজেপি নিজেদের মতো করে
মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *