October 26, 2024

গেম তো ফিনিস, এখন ব্যান্ড বাজিয়ে আবির খেলা উচিত প্রাক্তন মন্ত্রী মদন মিত্র

1 min read
তপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর–পঞ্চায়েত নির্বাচনের গেমতো ফিনিস।এখন ব্যান্ড ও আবীর নিয়ে উৎসব করা দরকার।কথা গুলি এক নিঃশ্বাসে বললেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা দিদির কাছ থেকে দূরে সরে যাওয়া তৃণমূল নেতা মদন মিত্র।বৃহস্পতিবার কালিয়াগঞ্জের তরঙ্গ পুরের তৃণমূলের এক পঞ্চায়েত নির্বাচনী কর্মিসভায় একথাগুলো বলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।
 তরঙ্গপুরের ততৃণমূলের কর্মিসভায় এসে পৌছালে মদনবাবুকে প্রচুর পরিমানে ঢাক বাজিয়ে অবর্থনা জানিয়ে মঞ্চে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন মন্ত্রী মদনবাবু বলেন আমাকে দিদি শুভেন্দু র সাথে রায়গঞ্জে নির্বাচনের কাজে শুভেন্দুকে সাহায্য করতে বলেছে তাই এসেছি।কোন বক্তব্য রাখার  জন্যআসিনি।শুভেন্দু যা বলার আপনাদের বলবে।তবে আমি বলবো গেম ফিনিস হয়ে গেছে।এখন ব্যান্ড বাজিয়ে আবীর খেলার সময়।তবে শুভেন্দু বলেছে দাদা আর মাত্র কদিন পরেই ব্যন্ড বাজানো হবে।একটু কয়েকটা দিন অপেক্ষা কর।বিজেপি কংগ্রেসের সাথে সিপিআইএম কে নিয়ে জোট ঘোট করে তৃণমূলকে কিছুই করা যাবেনা। আগামী ১৪ইমে সব ভোট আমাদের ভোট বাক্সেই যাবে। এক সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যে ভাবে সিপিআইএম রা আক্রমন করেছিল আমরাতো এসব কিছুই করিনা।যদি করতাম তাহলে বদলা নেওয়া হত।আমরা বদলা র পরিবর্তে বদল করছি সমাজের স্বার্থে।জদিও মদনবাবু অল্প কিছু খনের মধ্যেই বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *