October 26, 2024

জনগণের চাপে সিদ্ধান্ত বদল নাটমন্দির কমিটির

1 min read

পিযা গুপ্তা ,কালিয়াগঞ্জ ঃ--অবশেষে কালিয়াগঞ্জ বাসীর বিক্ষোভ ও মহিলাদের ক্ষোভে পড়ে বাতিল হয়ে গেল নাটমন্দিরে জমিতে ব্যবসায়িক স্টল তৈরীর সিদ্ধান্ত ।জানা যায় রবিবার সন্ধ্যায় নাটমন্দির কমিটির ডাকা আলোচনাসভা শুরুর আগে মহিলারা দুপুর থেকে নাটমন্দিরে জমাযেত হয়ে স্টল তৈরির সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এলাকার মহিলাদের বিক্ষোভ চলে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এদিনের এই বিক্ষোভ প্রদর্শনের পর সন্ধ্যা ৭টার সময় কমিটির যে আলোচনা সভা  হবার কথা ছিল তা হয়নি কমিটির কেও না আসার কারনে। অবশেষে কালিয়াগঞ্জ টাউন বাবু রাম চন্দ্র ঘোষের মাধ্যমে নাটমন্দির কমিটি একটি লিখিত সিদ্ধান্ত পাঠায়।যেখানে  কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে নাট মন্দিরের জমিতে স্টল তৈরির কাজ তারা বন্ধ রাখলো।।ভবিষ্যতে যদি কোন কাজ করা হয় তাহলে জনগণের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে উন্নয়নের  কাজ করা হবে বলে লিখিতভাবে জানান।নাট মন্দির কমিটির শুভবুদ্ধি হওয়ায় এলাকার কালিয়াগঞ্জ বাসি প্রচন্ড খুশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *