October 26, 2024

রায়গঞ্জের মহকুমা শাসককে হেনস্থার মামলায় গ্রেপ্তার আরও এক শিক্ষক

1 min read

বর্তমানের কথা ঃ– উত্তর  দিনাজপুর জেলার রায়গঞ্জের মহকুমা শাসক  টি এন শেরপাকে হেনস্থার  মামলায় গ্রেপ্তার আরও এক শিক্ষক। দুই শিক্ষক প্রদীপ সিনহা ও মনোজ ভৌমিককে গ্রেফতার পরে শনিবার গভীর রাতে রায়গঞ্জের অশোকপল্লীর এলাকার নিজের বাড়িতে পুলিশ হানা দিয়ে গ্রেপ্তার  করে  সঞ্জিত দাসকে। তিনি  ভরতপুর হাইস্কুলের ইংরাজির শিক্ষক । 


উল্লেখ্য, গত ১৬ মে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্যমৃত্যুর প্রতিবাদ ও ভোটকর্মীদের সুরক্ষার দাবীতে আন্দোলন নামেন শিক্ষকরা। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ। শহরের ঘড়ি মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সেই সময় রায়গঞ্জের মহকুমা শাসক টি এন শেরপারর সাথে আন্দোলনরত সরকারি কর্মীদের বচসা তীব্র আকার ধারণ  করে। উত্তেজীত শিক্ষকদের হাতে  চূড়ান্ত হেনস্থার শিকার হন মহকুমা শাসক টি এন শেরপা। ধাক্কাধাক্কি, কিল,ঘুষি সহ মহকুমা শাসককে লক্ষ্য করে জুতো ও জল ছোড়েন বিক্ষোভকারীরা। এইঘটনার পরেই মহকুমা শাসকের উপর হামলার অভিযোগ দায়ের করেন তাঁর নিরাপত্তারক্ষী। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ।  এই ঘটনার তদন্তে নেমে আরও ৬২ জন শিক্ষককে চিহ্নিত করে তাঁদের এই মামলায় যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই  দুই শিক্ষক প্রদীপ সিনহা ও মনোজ ভৌমিককে গ্রেফতার পরে শনিবার গভীর রাতে রায়গঞ্জের অশোকপল্লীর এলাকার নিজের বাড়িতে পুলিশ হানা দিয়ে গ্রেপ্তার  করে  সঞ্জিত দাসকে। মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় ।  ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *