October 27, 2024

বাংলাকে বিরোধী শূন্য করতে জেলায় জেলায় বিরোধী নেতা কর্মীদের খুন করা হচ্ছে

1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা– বাংলাকে বিরোধী শূন্য করতে  জেলায় জেলায় বিরোধী নেতা কর্মীদের খুন করা হচ্ছে। জয়ী প্রার্থীদের বাড়ি বাড়ি টাকা নিয়ে পুলিশ যাচ্ছে। টাকার বিনিময়ে রাজী না হলে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছে পুলিশ। পুলিশ ও শাসক দলের ভয়ে এখনো ঘর ছাড়া বিজেপির শতাধিক জয়ী প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় জয়ী বিজেপি প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে এমনি কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার মালদা জেলা বিজেপির পক্ষ থেকে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত কুন্ডু ও জেলার বিভিন্ন প্রান্তের নেতৃত্ব সহ প্রায় এক হাজার কর্মী সমর্থক। মালদা জেলায় বিজেপির প্রায় দুই হাজার প্রার্থী অংশগ্রহন করেছিল। বিভিন্ন বাধা ভয় কাটিয়ে প্রায় ৬৫০ জন প্রার্থী জয় লাভ করেছেন। তাই সকলকে এদিন অভিনন্দন জানান দিলীপবাবু। পাশাপাশি এদিনের সভা থেকে তিনি আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে সকলকে এখন থেকে পরিশ্রম করার আ

হ্বান জানান। এমনকি রাজ্য থেকে তৃণমূলকে হঠাতে তিনি সমস্ত বিরোধীদের এক সঙ্গে লড়ায়ের বার্তা দেন। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে দিলীপবাবু বলেন, এখন যা পরিস্থিতি তাতে মালদা সহ উত্তরবঙ্গের সমস্ত আসনে আমরা জয়লাভ করব। মালদা জেলায় বর্তমান কংগ্রেসের দুই সাংসদের দলত্যাগের সম্ভবনার প্রসঙ্গে তিনি বলেন,আমি মালদায় এসে বিষয়টি শুনলাম। দুই সাংসদ তৃণমূলে যোগদান দিচ্ছেন। তবে আমি সঠিক জানিনা। তাঁরা বুঝতে পেরছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এখন তাঁদের কোন উপায় নাই। তবে তাঁরা যদি বিজেপিতে আসতে চায় আমাদের দরজা খোলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *