October 27, 2024

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলিনগর রেলওয়ে ফ্লাইওভার তৈরি হতে চলেছে

1 min read
অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ইসলামপুরের বাংলা ও বিহার সংলগ্ন এলাকা বাসীর।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলিনগর রেলওয়ে ফ্লাইওভার তৈরি হতে চলেছে অবশেষে। বিহার ও বাংলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় হচ্ছে এর ফলে।ওই ফ্লাইওভার তৈরীর প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু করেছে রেল দপ্তর। বুধবার ইসলামপুর পৌরসভা কতৃপক্ষ ও রেলওয়ে দপ্তরের অধিকারিকরা অলিগঞ্জে রেলওয়ে গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ।ইসলামপুর পৌরসভা এলাকায় রেলওয়ে আন্ডার পাশ কিংবা ফ্লাইওভার নেই ।ফলে রেল লাইনের পাশ্ববতী এলাকার বাসিন্দারা এর জেরে খুবই অসুবিধার সম্মুখীন । ঘন ঘন রেল গেটের বন্ধ থাকলে ইসলামপুর শহরে আসতে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় । বিহার সীমান্ত সংলগ্ন এলাকার হওয়ায় বিহার রাজ্যের প্রচুর পরিমাণে মানুষ ইসলামপুর শহরে আসেন।সেক্ষেত্রে আসার সময় দীর্ঘক্ষণ আটকে থাকতে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হয়।বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথে চরম সমস্যার সম্মুখীন হতে হয়।অনেক সময় রেল গেটের জন্য ঠিক সময়ে হাসপাতালে না আসতে পারায় রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। দীর্ঘ দিন ধরেই অলিগঞ্জ এলাকার বাসিন্দাদের ওই দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছিল।অবশেষে এই রেলগেট সংলগ্ন এলাকায় ফ্লাইওভার তৈরির বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছেন,এই বিষয়ে রেল এবং পৌরসভার ইঞ্জিনিয়াররা যৌথভাবে সার্ভে করেছেন।এরপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।মোট তিনশ মিটার দৈর্ঘ্যের ওই ফ্লাইওভার টি নির্মাণ করা হচ্ছে।পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইলাল আগরওয়াল জানান,এই উদ্যোগটি এখানে খুব প্রয়োজন ছিল।প্রতি পাঁচ মিনিট অন্তর ট্রেন যায়।ফলে জরুরী তথা বিপদজনক পরিস্থিতিতে মানুষ আটকে পরে।এটি তৈরি হওয়ায় দুই রাজ্যের  অজস্র মানুষের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছিল তা সমাধান হবে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *