October 22, 2024

সাবেকিয়ানার ঐতিহ্যে আচার নিষ্ঠাই মুল বৈশিষ্ট্য শতাধিক বছরের কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বারোয়ারী দুর্গোৎসব কমিটির পুজোয়

1 min read

সাবেকিয়ানার ঐতিহ্যে আচার নিষ্ঠাই মুল বৈশিষ্ট্য শতাধিক বছরের কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বারোয়ারী দুর্গোৎসব কমিটির পুজোয়

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৯ অক্টোবর: শতাধিক বছরের কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির সার্বজনীন বারোয়ারী পূজা কমিটির মুল বৈশিষ্ট্ সাবেকিয়ানার ঐতিহ্য বহন করে আসছে আজও।কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বারোয়ারী সার্বজনীন পূজা কমিটির সম্পাদক রতন সাহা জানান তাদের দুর্গাপূজা কালিয়াগঞ্জের আর সব দুর্গাপূজার থেকে সম্পূর্ন আলাদা বলা যেতে পারে। সাবেকিয়ানার মণ্ডপ সজ্জায় যেমন দেখা যাবে না কোন থিমের ব্যাবহার তেমনি দেখা যাবেনা মায়ের প্রতিমায় কোন আধুনিকতার ছোঁয়া।কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বারোয়ারী সার্বজনীন দুর্গোৎসব কমিটির কর্ণধার পরিতোষ নন্দী জানান শতাধিক বছরের পূর্বের ঘটনা মহেন্দ্রগঞ্জের জমিদার মহেন্দ্র ভদ্র একটি দুর্গাপূজার প্রচলন করলেও তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে আসা রিফিউজিরা কালিয়াগঞ্জ এসে এই মহেন্দ্রগঞ্জ এলাকায় তারা আরো একটি পূজা শুরু করে। বারোয়ারী সার্বজনীন পূজা কমিটির সম্পাদক রতন সাহা জানান

 

তাদের দুর্গাপূজা কালিয়াগঞ্জের আর সব দুর্গাপূজার থেকে সম্পূর্ন আলাদা বলা যেতে পারে। সাবেকিয়ানার মণ্ডপ সজ্জায় যেমন দেখা যাবে না কোন থিমের ব্যাবহার তেমনি দেখা যাবেনা মায়ের প্রতিমায় কোন আধুনিকতার ছোঁয়া।কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বারোয়ারী সার্বজনীন দুর্গোৎসব কমিটির কর্ণধার পরিতোষ নন্দী জানান শোনা যায় শতাধিক বছরের পূর্বে মহেন্দ্রগঞ্জের জমিদার মহেন্দ্র ভদ্র একটি দুর্গাপূজার প্রচলন করলেও তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে আসা রিফিউজিরা কালিয়াগঞ্জ এসে এই মহেন্দ্রগঞ্জ এলাকায় তারা আরো একটি পূজা শুরু করে। দুটো দুর্গা পূজাে একসাথে হবার কারনে মহেন্দ্রগঞ্জের জমিদার মহেন্দ্র ভদ্র তার পরিচালিত পূজা আলোচনার মাধ্যমে বন্ধ করে একটি পূজাই রাখার ব্যাবস্থা করেন ।পরবর্তীতে এক সময়কার ছোট্ট মহেন্দ্রগঞ্জের মন্দির কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বারোয়ারী সার্বজনীন দূর্গা পূজা আজ মহীরুহে পরিণত হয়েছে সবার সহযোগিতায়।কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন নিজেদের চিরাচরিত ঐতিহ্যকে বজায় রেখে আজও এই কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ সার্বজনীন নাট মন্দির দুর্গোৎসব কমিটি দুর্গা পূজার কটা দিন ছাড়াও ১২ মাসে তেরো পার্বণ করে থাকে। যা কালিয়াগঞ্জের মানুষ এই কালিয়াগঞ্জ নাট মন্দিরের বিভিন্ন উৎসবের জন্য সব সময় অপেক্ষা করে থাকে।কালিয়াগঞ্জের মানুষ এই নাট মন্দিরের উৎসবকে নিজের উৎসব বলেই বলেই মনে করে থাকে। অষ্টমীর দিন অঞ্জলী শেষে মায়ের মহা অষ্টমীর প্রসাদ উপস্থিত দর্শনার্থীদের দিয়ে থাকে।পূজা উপলক্ষ্যে নাট মন্দির প্রাঙ্গণে মেলা বসে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *