October 23, 2024

জেলা তৃণমূলের সংবর্ধনা পেয়ে বেজায় খুশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

1 min read

জেলা তৃণমূলের সংবর্ধনা পেয়ে বেজায় খুশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

তন্ময় চক্রবর্তী ঃ- লক্ষ্য ছিল লোকসভা নির্বাচনে জেতা। কিন্তু লক্ষ্য পূরণ না হওয়ার পর আবারো পূর্বের আসন ধরে রাখতে মরিয়া হয়ে রায়গজ বিধানসভা আসনে লড়াই করে জিতে ফিরে এলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা নির্বাচনে যেখানে রায়গঞ্জে তিনি পিছিয়েছিলেন ৪৬ হাজার ৭০০ ভোট সেখানে বিধানসভা উপনির্বাচনে সেই মার্জিনকে পিছনে ফেলে দিয়ে জয়ী হলেন ৫০ হাজার ৭০০ ভোটে। আর এতেই কেল্লাফতে কৃষ্ণ কল্যাণীর। উল্লেখ্য এবার প্রথম 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর রায়গঞ্জ আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেসের বিধায়ক। যা ঐতিহাসিক বলে ব্যাখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলার।

গতকাল একটি বিধায়কের সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল রায়গঞ্জে। সেখানে বিভিন্ন বিধানসভার বিধায়করা যেমন ছিলেন তেমনি ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। তারা সকলেই ফুল এবং উপহার দিয়ে সম্বর্ধনা জানান বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। আর এই সংবর্ধনা পেয়ে বেজায় খুশি হয়ে তিনি বললেন এই জয় সাধারণ মানুষের জয়। আর আজকে যেভাবে তিনি সম্বর্ধনা পেলেন তাতে  ভীষণভাবে আপ্লুত। তিনি আপ্লুত হয়ে বলেন তাকে যেভাবে মানুষ দুহাতে আশীর্বাদ করেছে বিধানসভা উপনির্বাচনে তার ঋণ তিনি কখনোই শোধ করতে পারবেন না। তিনি বলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রায়গঞ্জের গরিব মানুষদের পাট্টা বিতরণ করবেন ভোটে জয়লাভ করার পর। সেই প্রতিশ্রুতি ও তিনি পালন করলেন  রায়গঞ্জে ইন্দিরা কলোনির মানুষদের জমির পাট্টা দিয়ে ।  তিনি মনে করেন এটা তার ভোটের প্রতিশ্রুতির মধ্যে ছিল যা তিনি পালন করতে পেরেছেন। তিনি বলেন আগামী দিনে রায়গঞ্জে যানজট সমস্যার মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ নিতে চলছেন। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আগামী দিনে যানজটমুক্ত শহর হবে রায়গঞ্জ। পাশাপাশি তিনি বলেন রায়গঞ্জ শহরকে একটি আধুনিক মানের শহর তৈরি করার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে পাঠিয়েছেন। তিনি বলেন এই সমস্ত কাজগুলো যদি হয় তাহলে রায়গঞ্জ শহরের বহু সমস্যার সমাধান হবে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *