October 21, 2024

রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত_বাংলাদেশের মধ্যে দিয়ে স্থলপথ বাণিজ্য শুরু করার জন্য রায়গঞ্জের সাংসদ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করলেন

1 min read

রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত_বাংলাদেশের মধ্যে দিয়ে স্থলপথ বাণিজ্য শুরু করার জন্য রায়গঞ্জের সাংসদ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে আলোচনা করলেন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০ জুলাই:উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে স্থলপথ বাণিজ্য খুলে দেওয়া যায় মঙ্গলবার সেই দাবি নিয়ে রায়গঞ্জের তরুণ তুর্কি সাংসদ কার্তিক চন্দ্র পাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহর সাথে তার দপ্তরে গিয়ে দেখা করে প্রাথমিক আলোচনা সারলেন বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানান।কার্তিক পাল বলেন রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে

 

বাণিজ্যের দাবি উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ীদের।বর্তমানে দুই দেশের মধ্যে স্থলপথে বাণিজ্যের মধ্যে যে অন্তরায় ছিল একটি সেতুর সেই সেতুর সমস্যা বর্তমানে মিটে গেছে।সাংসদ কার্তিক পাল বলেন বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল বন্দর সম্পূর্ন ভাবে তৈরি। তারা অনেক দিন পূর্বেই রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীর সাথে দেখা করে গেছেন যাতে ভারতের দিক থেকে প্রাথমিক কাজকর্ম গুলি সেরে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু করে দেওয়া যায়।রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক শংকর কুন্ডু বলেন আমরা উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ীদের পক্ষ থেকে এই সংবাদ শুনে প্রচন্ড খুশি যে রায়গঞ্জের সাংসদ অত্যন্ত দ্রুততার সাথে এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বসে আলোচনা করেছেন।এই কারনে রায়গঞ্জের  সাংসদ কার্তিক পালকে অভিনন্দন জানিয়েছেন।কার্তিক পাল বলেন স্বরাষ্ট্র।মন্ত্রী তার কথা মনযোগ দিয়ে শুনে তাকে এই ব্যাপারে যা যা করতে হবে সে ব্যাপারে আলোচনা করেছেন।সাংসদ কার্তিক পাল বলেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলে ভীষন আশাবাদী বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *