December 26, 2024

অনন্য নাট্য মেলার উদ্বোধনে প্রাক্তনী এন এস ডি তথা কালিয়াগঞ্জের গর্ব তথা ভূমিপুত্র অমিত ব্যানার্জী

1 min read

অনন্য নাট্য মেলার উদ্বোধনে প্রাক্তনী এন এস ডি তথা কালিয়াগঞ্জের গর্ব তথা ভূমিপুত্র অমিত ব্যানার্জী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৭ মার্চ: সারা দেশে দুয়ারে ভোট উৎসবের বিজ্ঞপ্তি জারি।তার মধ্যেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাতদিনের “অনন্য নাট্য মেলার” উদ্বোধন করলেন নিউ দিল্লীর প্রাক্তনী এন এস ডি তথা কালিয়া গঞ্জের গর্ব ও ভূমিপুত্র সবার আপনজন অমিত ব্যানার্জী(বুলা)। উপস্থিত ছিলেন নাট্যকার,পরিচালক তথা অভিনেতা অয়ন জোয়াদ্দার এবং বিশিষ্ট নৃত্য শিল্পী উমা ব্যানার্জী এবং অনন্য নাট্য সংস্থার সভাপতি তথা বিশিষ্ট নাট্যকার মানিক রায় চৌধুরী।কালিয়াগঞ্জ অনন্য নাট্য সংস্থার পক্ষ থেকে কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা বিশিষ্ট অভিনেতা তথা এন এস ডির প্রাক্তনী অমিত ব্যানার্জীকে সম্বর্ধনা জ্ঞাপন করেন অনন্য নাট্য সংস্থার কর্ণধার তথা নাট্য নির্দেশক বিভু ভূষন সাহা।সম্বর্ধনার উত্তরে এন এস ডির প্রাক্তনী বলেন কালিয়াগঞ্জ আমাকে যা দিয়েছে আমি কোন দিন সেই ঋণ শোধ করতে পারবোনা।

 

 

আজকে আমি সম্বর্ধনা পেয়ে সত্যি সত্যিই আপ্লুত হয়েছি।উদ্বোধনী অনুষ্ঠানে অপর যে দুজনকে সম্বর্ধনা দেওয়া হয় তারা হলেন নাট্যকার,পরিচালক ও অভিনেতা অয়ন জোয়াদ্দার এবং দেশ বিদেশ সন্মানিত বিশিষ্ট নৃত্য শিল্পী উমা ব্যানার্জীকে।অনন্য নাট্য সংস্থার কর্নধার বিভু ভূষন সাহা বলেন আজ সাতদিনের অনন্য নাট্য মেলার উদ্বোধনে এই তিন বিশিষ্ট ব্যাক্তিদের সম্বর্ধনা দিতে পেরে অনন্য নাট্য সংস্থার কর্মীরা গর্ব বোধ করছে।আমরা এক কথায় গর্বিত। সাত দিনের অনন্য নাট্য মেলার প্রথম দিনের প্রথম নাটকটি পরিবেশন করে বহরমপুরের চুয়াপুর সুহৃদের পরিচালনায়”স্বীকারোক্তি”নাটক মঞ্চস্থ হয়।নাট্যরূপ শেখর সমাদ্দার ও নির্দেশনায় হর প্রসাদ দাস। প্রথম দিনের দ্বিতীয় নাটক কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারে র প্রযোজনায় নাটক”ত্রিনয়নী”।নাটক ও নির্মাণ পরিকল্পনা অয়ন জোয়াদ্দার নির্দেশনায় বিভু ভূষন সাহা। নাট্য মেলার দ্বিতীয় দিনে সন্ধ্যা ৬টায় সেমিনার বিষয়_নাট্য নির্মাণে অভিনেতার ভূমিকা।প্রধান বক্তা_এন এস ডির প্রাক্তনী তথা কালিয়াগঞ্জের ভূমি পুত্র আমাদের সবার গর্ব অমিত ব্যানার্জী এবং অয়ন জোয়াদ্দার,নাট্যকার,পরিচালক ও অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *