কালিয়াগঞ্জ ব্লক লোক শিল্পী সন্মেলনে শিল্পী ভাতা বৃদ্ধির দাবি
1 min readকালিয়াগঞ্জ ব্লক লোক শিল্পী সন্মেলনে শিল্পী ভাতা বৃদ্ধির দাবি
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ মার্চ: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতন মঞ্চে উত্তর দিনাজপুর লোক প্রসার শিল্পী সংঘের কালিয়াগঞ্জ ব্লকের দ্বিতীয় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়া রানিং বুলেট ক্লাব ময়দান থেকে শিল্পীদের একটি বিশাল পথ পরিক্রমা কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে এসে শেষ হয়।
কালিয়াগঞ্জ ব্লকের আনুমানিক সাতশত গ্রামীণ শিল্পীদের সংগঠনের দাবি এই দ্রব্য মূল্যের বাজারে রাজ্য সরকার গ্রামীণ শিল্পীদের একহাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা করুক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌড়পিতা কানাইয়ালাল আগরওয়াল,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য,সমাজ সেবি সচিন সিংহ রায়,সংগঠনের জেলা সভাপতি অমল বর্মন,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,
জেলা সংগঠনের সম্পাদক শ্যাম সুন্দর পাল,তাপস সাহা,সমাজসেবী রাজীব সাহা ও অমিত সাহা।ইসলামপুর পৌর সভার পৌর পিতা কানাইয়া লাল আগরওয়াল আগরওয়াল তার বক্তব্যে বলেন লোকশিল্পী দের দাবিকে সমর্থন জানিয়ে বলেন এক হাজার টাকা লোক শিল্পীদের ভাতা বর্তমানে খুবই কম। কিন্তূ তাদের যোগ্য সন্মান যা দেওয়া হয় আগে লোকশিল্পী রা পেতেন না।উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন লোক শিল্পীদের একটি ব্লক সন্মেলনে এত বিশাল শিল্পিদের উপস্থিতি সত্যি সত্যিই অভিনন্দন যোগ্য।দেখে দুইজন প্রবীণ লোক শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয়।