October 27, 2024

নদী ও পরিবেশ বাঁচাও কমিটির সেমিনারের জেরে পৌরসভার ক্যারি ব্যাগ উচ্ছেদের অভিযানের সিদ্ধান্ত

1 min read
তপন চক্রবর্তী-গত রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারের জেরে কালিয়াগঞ্জ পৌর সভা শহর থেকে ৪০মাইক্রোর ক্যারি ব্যাগ উচ্ছেদের সিদ্ধান্ত নেবার জন্য কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌর সভার  পৌরপতি কার্তিক চন্দ্র পালকে ধন্যবাদ জানানো হয়। জানা যায় কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কালিয়াগঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে মাইকের মাধ্যমে প্রচার করে সমস্ত ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করে দিয়ে জানিয়ে দেনঅবিলম্বে কালিয়াগঞ্জ শহরের সমস্ত স্তরের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে তারা কোনভাবেই তাদের দোকানে ক্যারিব্যাগের ব্যবহার করবেন না।ক্যারিব্যাগ অভিযানে কোন দোকান থেকে ক্যারি ব্যাগ পাওয়া গেলে সেই দোকানদারের বিরুদ্ধে স্পট ফাইন করা হবে বলেও প্রচারে বলা হয়।ঠিক একই ভাবে বাজারে আসা ক্রেতাদের উদ্দেশ্য করে বলা হয় শহরের পরিবেশকে সঠিক রাখতে যারা বাজার করতে আসবেন তারা বাড়ি থেকে বাজারের ব্যাগ সঙ্গে নিয়ে এসে ক্যারিব্যাগ উচ্ছেদ অভিযানকে সফল হতে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহবান জানান


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন শহরের উন্নয়নে নানান অসুবিধা থাকা স্বত্বেও যেভাবে কালিয়াগঞ্জ শহরের মানুষ তাকে সহযোগিতা করে যাচ্ছে তা এক কথায় অভিনন্দন যোগ্য।কার্তিকবাবু বলেন ঠিক একই রকম ভাবে ক্যারিব্যাগ নিধন অভিযানে শহরের মানুষ পৌরসভাকে যে সহযোগিতা করবে এ ব্যপারে শহর বাসীদের উপর তার যথেষ্ট আস্থা ও দৃঢ় বিশ্বাস আছে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ পৌর শহরকে আমরা যেমন করেই হোক দূষণ মুক্ত করেই ছাড়বো।নদী ও পরিবেশ বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দাস বলেন কালিয়াগঞ্জ শহরকে দূষণ মুক্ত করার ক্ষেত্রে কালিয়াগঞ্জ পৌর শহরের এই ধরনের কর্মযজ্ঞে নদী ও পরিবেশ বাঁচাও কমিটি সব সময় তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। কালিয়াগঞ্জ নদী ও পরিবেশ বাঁচাও কমিটির প্রধান উপদেষ্টা তুহিন শুভ্র মন্ডল কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতির এই উদ্দ্যোগ কে সাধুবাদ জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *