চোপরার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে প্রাকৃতিক কৃষি বিষয়ে কর্মশালা ধনকোল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে
1 min readচোপরার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে প্রাকৃতিক কৃষি বিষয়ে কর্মশালা ধনকোল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৯ জানুয়ারি:শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে চোপরার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এলাকার কৃষকদের নিয়ে প্রাকৃতিক কৃষি বিষয়ক একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি আধিকারিক ধনঞ্জয় মণ্ডল বলেন রাসায়নিক সার আর নয়।এই রাসয়নিক সারের ব্যাবহার করার কারনে কৃষকদের যে পরিমাণ ক্ষতি হচ্ছে কৃষকরা আগে বুঝতে না পারলেও বর্তমানে কৃষকরা হারে হারে টের পাচ্ছে বলে কৃষি আধিকারিক ধনঞ্জয় মণ্ডল বলেন।তিনি বলেন আমরা মনোহরপুর গ্রামকে জৈব গ্রাম হিসাবে ঘোষণা করেছি।তাই এই এলাকার চাষীরা বর্তমানে রাসায়নিক সারকে বাতিল করে প্রাকৃতিক উপায়ে অর্থাৎ কেঁচো সার বা জৈব সারের ব্যাবহারের মাধ্যমে চাষাবাদ করছেন গ্রামের অধিকাংশ চাষীরা।গ্রামের উন্নতমানের চাষী অবেন দেবশর্মা বলেন আমরা আগে থেকে যদি রাসয়নিক সারকে মন থেকে বিদায় দিতাম তাহলে আমাদের অনেক ক্ষতি কম হত।মনোহর গ্রামে শুক্রবার মোট ৪০ জন চাষী এই প্রাকৃতিক কৃষি বিষয়ক আলোচনায় অংশ গ্রহণ করে বলে জানা যায়।